Saunjay Kapur Last Rites

সঞ্জয়ের বিরুদ্ধে নিলাম তোলার অভিযোগ, প্রাক্তন স্বামীর শেষ যাত্রায় কী করলেন করিশ্মা?

গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন, মধুচন্দ্রিমায় তাঁকে নিলামে তোলেন, এমন দাবি করেছিলেন করিশ্মা। সেই স্বামীর শেষ যাত্রায় সঙ্গী হলেন করিশ্মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৮:১১
Share:

সঞ্জয়ের শেষ যাত্রায় হাজির করিশ্মা। গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

সঞ্জয় কপূরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে প্রায় ৯ বছর হল। কিন্তু তার পর আর বিয়ে করেননি করিশ্মা। যদিও সঞ্জয় ফের বিয়ে করেন। ফের সন্তানও হয় তাঁর। ২০১৬ সালে সঞ্জয়ের সঙ্গে বিচ্ছেদের সময় সম্পর্কে তিক্ততার দিকে গড়ায়। যদিও পরে অবশ্য সঞ্জয় ও করিশ্মাকে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গিয়েছে। স্বামী-স্ত্রী সম্পর্ক ভাঙলেও দুই ছেলেমেয়ের খাতিরে দেখা হত তাঁদের। এক সময় স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন করিশ্মা। এমনকি, মধুচন্দ্রিমায় তাঁকে নিলামে তোলেন এমন দাবিও করেছিলেন তিনি। সেই স্বামীর শেষ যাত্রায় সঙ্গী হলেন করিশ্মা।

Advertisement

দিল্লিতে শেষ যাত্রায় করিশ্মার পরনে ছিল সাদা সালোয়ার কামিজ, চোখে রোদচশমা। সাদা জুঁই দিয়ে সাজানো গাড়ি। সেখানেই দুই ছেলেমেয়েকে নিয়ে হাজির হন করিশ্মা। সঙ্গে ছিল বোন করিনা কপূর ও ভগ্নীপতি সইফ আলি খান। সঞ্জয়ের শেষ যাত্রায় পায়ে হেঁটে শ্মশানে যান করিশ্মা। ফুল দেন তাঁর মরদেহে। থমথমে মুখে অভিনেত্রীর। শোকের ছায়া সন্তানদের চোখেমুখে। গত ১২ জুন লন্ডনে মৃত্যু হয়েছে শিল্পপতি সঞ্জয় কপূরের। তার পর কেটে গিয়েছে ছ’দিন। প্রশ্ন উঠেছিল, কবে হবে সঞ্জয়ের শেষকৃত্য! নাগরিকত্ব সংক্রান্ত কিছু আইনি বাধা থাকায় দেশে মরদেহ নিয়ে আসায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার ১৯ জুন বিকেল ৫টায় হল অন্ত্যেষ্টি পর্ব। আগামী ২২ জুন রাজধানীর তাজ প্যালেস হোটেলের দরবার হবে স্মরণসভা। ইতিধ্যেই পরিবারের তরফ থেকে শোকবার্তা দেওয়া হয়েছে, সেখানে রয়েছে করিশ্মার দুই সন্তানের নাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement