karishma kapoor

প্রাক্তন স্বামীর সম্পত্তির জন্য লড়ছেন করিশ্মা কপূর! এ বার কাকে পেলেন পাশে? কী প্রতিক্রিয়া অভিনেত্রীর

বিয়ের পর থেকেই একের পর এক লড়াই। এ বার করিশ্মার এই লড়াইকে কুর্নিশ জানালেন জ়ুবেইদার পুত্র খালিদ মহম্মদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:৩৪
Share:

লড়াইয়ে কাকে পাশে পেলেন সঞ্জয়-পত্নী করিশ্মা? ছবি: সংগৃহীত।

সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে আইনি লড়াই চলছে শিল্পপতির প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর ও বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের মধ্যে। সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানকে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা। আরও দাবি তুললে প্রিয়ার আইনজীবী প্রশ্ন তুলেছিলেন, ‘ওদের আর কত চাই?’ এর পরেই পাল্টা আইনের দ্বারস্থ হন করিশ্মা। বিয়ের পর থেকেই একের পর এক লড়াই। এ বার অভিনেত্রীর এই লড়াইকে কুর্নিশ জানালেন জ়ুবেইদার পুত্র খালিদ মহম্মদ।

Advertisement

‘জ়ুবেইদা’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন করিশ্মা। সেই ‘জ়ুবেইদা’র জীবনের মতোই যেন একের পর এক সংঘর্ষ দেখেছেন কপূরের পরিবারের আদরের এই মেয়ে। বিয়ের পর থেকে গার্হস্থ্য হিংসার শিকার। শোনা যায়, ফুলশয্যায় করিশ্মাকে নিলাম তোলেন তাঁর প্রাক্তন স্বামী। বিয়ের পর থেকেই নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। যদিও বিবাহবিচ্ছেদের পর থেকে খানিকটা স্বাভাবিক হয় তাঁদের সম্পর্ক।

প্রাক্তন স্বামীর মৃত্যুর পর এ বার শুরু হল সম্পত্তি নিয়ে টানাপড়েন। এ বার করিশ্মার লড়াইকে কুর্নিশ জানালেন বাস্তবের জ়ুবেইদার পুত্র চলচ্চিত্র সমালোচক খালিদ মহম্মদ। তিনি লেখেন, ‘‘লোলো, সমস্ত প্রতিকূলতার বিপক্ষে তুমি শক্তি হয়ে দাঁড়িয়েছ।’’ খালিদের এ হেন মন্তব্য মন ছুঁয়েছে অভিনেত্রীর। একটি হৃদয়ের ইমোজি দিয়ে পাল্টা উত্তরও দেন তিনি। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই নীরব করিশ্মা। খালিদের এই পোস্টের মাধ্যমে কি নিজের জীবনের নতুন এই লড়াইয়ের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement