Karishma Kapoor Starts Shooting

মৃত স্বামী সঞ্জয়ের সম্পত্তি পাবেন না! তাই কি শুটিংয়ে মন করিশ্মার? কোথায় দেখা গেল তাঁকে?

তিনি প্রয়াত প্রাক্তন স্বামীর সম্পত্তির প্রত্যাশী নন। এ কথা জানিয়েছিলেন করিশ্মা। তাই নিজেকে স্বাভাবিক রাখতেই কি শুটিংয়ের কাজ শুরু করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৪:১১
Share:

শুটিংয়ের ফাঁকে করিশ্মা কপূর। ছবি: সংগৃহীত।

প্রয়াত স্বামী সঞ্জয় কপূরের সম্পত্তির প্রত্যাশা রয়েছে তাঁর। স্বামীর ৩০ হাজার কোটির সম্পত্তির মালিকানায় তাঁর ভাগের অংশ চেয়েছেন অভিনেত্রী। যদিও সহজে যে তাঁর প্রত্যাশা পূরণ হবে এমনটাও নয়। খবর, সঞ্জয়ের সম্পত্তির ভাগীদার তিন জন। বিষয়টির মীমাংসা আইনি পথে এগোচ্ছে, এও জানা গিয়েছে। এর মধ্যেই মুম্বইয়ে শুটিং করতে দেখা গেল করিশ্মাকে। খবর, মঙ্গলবার অঝোর বৃষ্টির মধ্যেই শুটিং করেছেন তিনি।

Advertisement

অনেক দিন পরে কাজে ফিরতে দেখে তাঁকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। অভিনেত্রী কিন্তু সে সব উপভোগ করেছেন। নিজের ভ্যানিটি ভ্যানের বাইরে দাঁড়িয়ে হাসিমুখে ‘পোজ়’ দিয়েছেন প্রত্যেককে। তাঁর ছবি ছবিশিকারিদের সৌজন্যেই সমাজমাধ্যমে ভাইরাল। দেখা গিয়েছে, হাল্কা নীলের উপরে সিক্যুইনের কাজ করা জাম্প স্যুট পরেছেন তিনি। চোখেমুখে এখনও বয়স থাবা বসাতে পারেনি। দূরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাঁকে।

প্রসঙ্গত, গত জুনে মৌমাছির কামড়ের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়। বিয়ের পর থেকেই বনিবনার অভাব ছিল তাঁদের মধ্যে। এও শোনা গিয়েছে, মধুচন্দ্রিমায় নাকি নিজের বৌকে নিলামে তুলেছিলেন সঞ্জয়। এক বন্ধুর কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন করিশ্মাকে। তাঁদের দুই সন্তান— সামাইরা এবং কিয়ান। করিশ্মার সঙ্গে নাকি তাঁর প্রাক্তন ননদের এখনও সুসম্পর্ক বজায় আছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement