Kartik Aaryan

পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করবেন কার্তিক আরিয়ান! কী বার্তা এল অভিনেতার তরফে?

পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানটি হওয়ার কথা হিউস্টনের এক রেস্তরাঁয়। এই রেস্তরাঁর মালিক পাকিস্তানেরই এক নাগরিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৪:০৮
Share:

পাকিস্তানের স্বাধীনতা দিবসে কার্তিক ! ছবি: সংগৃহীত।

পাকিস্তানি নাগরিকের সঙ্গে নাকি যোগ রয়েছে তাঁর, কার্তিক আরিয়ান সম্পর্কে ছড়িয়েছে এমনই খবর। তার পর থেকেই চর্চায় অভিনেতা। অভিযোগ, তিনি নাকি পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। খবর ছড়াতেই কটাক্ষের শিকার হয়েছেন কার্তিক। তবে অভিনেতার সহযোগী দলের তরফ থেকে বলা হয়েছে, এমন কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার কোনও পরিকল্পনাই নেই তাঁর।

Advertisement

পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানটি হওয়ার কথা হিউস্টনের এক রেস্তরাঁয়, যার মালিক সে দেশেরই এক নাগরিক। তাঁরাই ‘জশন-এ-আজ়াদি’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানে থাকবেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। এখানেই নাকি যোগ দেবেন কার্তিকও। এই খবর ছড়াতেই ফে়ডারেশন অফ ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই) আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে কার্তিককে অনুষ্ঠানে যেতে নিষেধ করেছেন। যদিও কার্তিকের সহযোগী দলের দাবি, এমন কোনও অনুষ্ঠানে যাওয়ার কথাই নেই অভিনেতার।

কার্তিকের সহযোগী দলের তরফ থেকে বলা হয়, “কার্তিক আরিয়ান কোনও অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নন। নির্দিষ্ট সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, এমন কোনও ঘোষণাও তিনি করেননি। আমরা সেই অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং অনুরোধ করেছি, ওঁর নাম নিয়ে প্রচার করা যেন বন্ধ করা হয়।”

Advertisement

এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকে অভিনেতাকে বলা হয়েছে, “প্রিয় কার্তিক আরিয়ান, ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় আপনাকে অন্যতম প্রতিভাবান ও দক্ষ অভিনেতা বলে মনে করা হয়। লড়াই করে সফর শুরু করে আজ অন্যতম তারকা হয়ে ওঠার যাত্রাপথ সত্যিই অনুপ্রেরণা জোগায়।” এমন ভূয়সী প্রশংসা করে কার্তিককে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠান থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement