ভরত কল, জয়শ্রী মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।
একে সুদর্শন কাশ্মীরি জামাই! তার উপরে রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেতা! ভরত কলকে চোখে হারান তাঁর শাশুড়ি। সকাল থেকে উপোস করেছেন। জামাইয়ের হাতে ফলের বাটা দিয়ে তবে জলস্পর্শ করবেন। আর জামাই? “এ বছর রবিবার জামইষষ্ঠী। ছুটি পেয়েছে বলে সকাল থেকে গড়িয়ে সময় কাটাচ্ছে ভরত। এ বার স্নান করে মায়ের থেকে পুজোর বাটা নেবে”, বিশেষ দিনের দুপুরে আনন্দবাজার ডট কমকে বললেন ভরতের বাঙালি স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। এ দিনের ভূরিভোজের তালিকা জানাতেও ভোলেননি। পাশ থেকে ভরতের রসিকতা, “এই দিনে আমি ‘ক্যাশ’ও পাই। গত ১০ বছর ধরে শ্বশুরবাড়ি এ ভাবে আমার ভাত-কাপড়ের দায়িত্ব নিয়েছে। ভাবা যায়?”
ভাগ্যিস বাঙালি মেয়ে বিয়ে করেছিলেন...! বলতে না বলতেই ফোনের ও পারে দরাজ হাসি। ভরত বলে উঠলেন, “এই আদরযত্ন পাব বলেই তো বাঙালি কন্যে পছন্দ করেছি! আমার যা যা পছন্দ সে সব শাশুড়ি নিজে হাতে রেঁধেবেড়ে তো দেবেনই। আবার উপহার হিসাবে থোক টাকা তুলে দেন!” হাসতে হাসতে বড় এবং ছোট পর্দার অভিনেতার দাবি, “ভরত কল থেকে আমি পুরোপুরি ভরত মুখোপাধ্যায় হয়ে গিয়েছি।”
ভরত কলের জামাইষষ্ঠী ছবি: সংগৃহীত।
এ দিন কী কী পদে সাজবে তাঁর পাত? জয়শ্রী জানালেন, ভাত, পাঁচ রকম ভাজা, মুগের ডাল, বড়ি-আলু-বেগুন দিয়ে পাবদা মাছের হাল্কা ঝোল, মাংসের রোগান জোশ, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, দই, পায়েস থাকছে। ভরত-জয়শ্রীর একমাত্র কন্যার আবদারে এ বছর দিদা একটি বিশেষ ট্রে তৈরি করেছেন। সেখানে সাজানো রকমারি চিপ্স আর চকলেট।