Entertainment News

নিজের ‘পর্ন’ ছবি মাকে পাঠিয়েছিলেন কেট! তার পর...

পর্নোগ্রাফিক সেই সমস্ত ছবিতে মুখ রয়েছে কেটেরই। কিন্তু শরীর তাঁর নয়। এমনকী সেই ছবিগুলোর প্রেক্ষাপট বা পরিস্থিতির সঙ্গেও কোনও সম্পর্ক নেই তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১৯:১০
Share:

ছবি: কেটের ইনস্টাগ্রামের সৌজন্যে।

ওয়েব দুনিয়ায় ঘুরতে ঘুরতে নিজের ছবি দেখতে পেয়েছিলেন কেট ব্যাকিন্সলে। কিন্তু সেই ছবি ঠিক আর পাঁচটা ছবির মতো নয়। পর্নোগ্রাফিক সেই সমস্ত ছবিতে মুখ রয়েছে কেটেরই। কিন্তু শরীর তাঁর নয়। এমনকী সেই ছবিগুলোর প্রেক্ষাপট বা পরিস্থিতির সঙ্গেও কোনও সম্পর্ক নেই তাঁর।

Advertisement

ডিজিটাল দুনিয়ায় একাধিক পর্নোগ্রাফিক সাইটে নিজের এমনই অনেক ছবি খুঁজে পেয়েছিলেন মার্কিন অভিনেত্রী। সেই ছবি নিজের মায়ের সঙ্গে শেয়ার করেছিলেন। সম্প্রতি জিমি কিমেল-এর একটি লাইভ শো-তে এসে এমন কথাই নিজের মুখে জানালেন কেট।

জিমি কিমেলএর শোতে কেট '

Advertisement

'

সেখানে তিনি জানান, ‘‘এই সমস্ত ওয়েবসাইটগুলোয় অনেকেই নিজের মুখ খুঁজে পাবেন। আমিও বেশ কিছু সুপারইম্পোজড করা পর্নোগ্রাফিক ছবি খুঁজে পেয়েছিলাম। যেখানে নগ্ন ছবিও ছিল। যেগুলো আদৌ আমার নয়। সেখানে আমার সঙ্গে একাধিক ব্যক্তিও রয়েছে।’’

আরও পড়ুন: নজরকাড়া নতুন অ্যানিমেশন ছবি ‘ইন এ হার্টবিট’

কেট জানান, এই ছবিগুলো নজরে আসার পর প্রথমেই মা-কে পাঠিয়েছিলেন। কিন্তু ছবির সঙ্গে তার কোনও ব্যাখ্যা দেননি তিনি। দেখতে চেয়েছিলেন, কী ভাবে বিষয়টিকে নেন তাঁর মা। তাঁ কথায়, ‘‘মায়ের প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম।’’ কিছু ক্ষণের মধ্যেই উত্তর আসে অভিনেত্রীর মায়ের তরফে। যন্ত্রণাদগ্ধ মা লিখেছিলেন, ‘ওহ ডার্লিং! ওহ ডিয়ার! ওহ নো!’

আরও পড়ুন: সানি লিওনের আগে নিশাকে দত্তক নিতে চাননি কেউই!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement