পাকিস্তানে ‘ফ্যান্টম’-এর মুক্তির সমস্যা আঁচ করেছিলেন ক্যাটরিনা

পাকিস্তানে ‘ফ্যান্টম’-এর মুক্তি নিয়ে যে সমস্যা হবে, তা আগেই আঁচ করতে পেরেছিলেন ক্যাটরিনা কইফ। কেননা, ছবিটির বিষয়বস্তু এমনই যে, সমস্যা হওয়া স্বাভাবিক। সইফ আলি খান এবং ক্যাটরিনা কইফ অভিনীত ‘ফ্যান্টম’-এর মুক্তি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

পাকিস্তানে ‘ফ্যান্টম’-এর মুক্তি নিয়ে যে সমস্যা হবে, তা আগেই আঁচ করতে পেরেছিলেন ক্যাটরিনা কইফ। কেননা, ছবিটির বিষয়বস্তু এমনই যে, সমস্যা হওয়া স্বাভাবিক। সইফ আলি খান এবং ক্যাটরিনা কইফ অভিনীত ‘ফ্যান্টম’-এর মুক্তি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ মহম্মদ সইদ ছবিটি নিষিদ্ধ করার জন্য লাহৌর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে ক্যাটরিনা মনে করেন ছবিতে পাকিস্তানকে হেয় করা হয়নি। তিনি বলেছেন, হতে পারে ছবির খলনায়ক পাকিস্তানে থাকে। কিন্তু একজন ব্যক্তি খারাপ বলে গোটা দেশটাই খারাপ, এমন ধারণা অর্থহীন। ক্যাটরিনার দাবি, নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই ছবিটি তৈরি করা হয়েছে। ‘ধুম ৩’ বা ‘এক থা টাইগার’এর মতো এই ছবিতেও ক্যাটরিনাকে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন