Katrina Kaif-Vicky Kaushal

সন্তানের প্রথম ঝলক ও নাম প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা ও ভিকি! নতুন বছরেই তারকাজুটির বড় চমক

একরত্তির গোলাপি হাতের ছবির সঙ্গে তাঁরা লিখেছেন, “প্রার্থনার সাড়া পেয়েছি। জীবন খুব সুন্দর। আমাদের পৃথিবী বদলে গিয়েছে এক মুহূর্তে। কৃতজ্ঞতা জানানোর শব্দ নেই।”

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:১৭
Share:

সন্তানের কী নাম রাখলেন ভিকি ও ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

নতুন বছরে সন্তানের ঝলক প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল। পাশাপাশি সদ্যোজাতের নামও প্রকাশ করলেন তারকাদম্পতি।

Advertisement

ছোট্ট কোমল একটি মুঠোহাত। তাকে ঘিরে রয়েছে বাবা-মায়ের হাত। এই প্রথম সন্তানের ঝলক প্রকাশ করলেন ক্যাটরিনা ও ভিকি। ছবি ভাগ করে নিয়ে তাঁরা লিখেছেন, “আমাদের জীবনের আলোর রশ্মি।” ২০২৫ সালের ৭ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তারকাজুটি। সন্তানের নাম রেখেছেন— বিহান কৌশল।”

একরত্তির গোলাপি হাতের ছবির সঙ্গে তাঁরা লিখেছেন, “প্রার্থনার সাড়া পেয়েছি। জীবন খুব সুন্দর। আমাদের পৃথিবী বদলে গিয়েছে এক মুহূর্তে। কৃতজ্ঞতা জানানোর শব্দ নেই।”

Advertisement

তারকাদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। সন্তান হওয়ার পরে ভিকি ও ক্যাটরিনা লিখেছিলেন, “আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।” গত বছর সেপ্টেম্বর মাসে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনে তাঁরা লিখেছিলেন, “অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই। এই সময়টা খুবই উত্তেজনার। আর মাত্র কিছু ক্ষণের অপেক্ষা।”

সন্তান হওয়ার পরের অনুভূতিও সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছিলেন ভিকি। এক সাক্ষাৎকারে তিনি জানান, পুত্র হওয়ার পর থেকে ফোন হাতছাড়া করতে ভয় পান তিনি। ভিকির কথায়, “এই প্রথম এমন হচ্ছে। আমার এখন খুব ভয় হয়। মনে হয়, কোনও ভাবেই ফোনটা হারিয়ে ফেলা যাবে না। আগে ফোন নিয়ে মাথাই ঘামাতাম না। কিন্তু এখন ফোনে ভর্তি আমার সন্তানের ছবি ও ভিডিয়ো। সারাদিন সেগুলি দেখি আমি। এই সময়টা আমার কাছে শিক্ষণীয়। আমার প্রতি সত্যিই ঈশ্বর সহায় থেকেছেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement