Maha Kumbh 2025

শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে ক্যাটরিনা, আখড়ায় গোলাপ দিয়ে অভ্যর্থনা, কী পরিকল্পনা অভিনেত্রীর?

মহাকুম্ভে পৌঁছোলেন ক্যাটরিনা, সঙ্গী তাঁর শাশুড়ি। আখড়ায় মাটিতে মাদুরের উপর বসে আলোচনায় মগ্ন থাকতে দেখা যায় ক্যাটরিনাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৫
Share:

মহাকুম্ভে পৌঁছে অনুভূতির কথা জানালেন ক্যাটরিনা কইফ। ছবি: সংগৃহীত।

হাতে বাকি মাত্র দুটো দিন। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন। তার আগেই শাশুড়িকে নিয়ে মহাকুম্ভে পৌঁছোলেন ক্যাটরিনা কইফ। এই মুহূর্তে ‘ছাওয়া’ ছবির প্রচারে ব্যস্ত স্বামী ভিকি কৌশল, যদিও ছবি মুক্তির আগে কুম্ভে স্নান সেরেছেন ভিকি। বরাবরই শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক ক্যাটরিনার। বড়দিন হোক কিংবা দীপাবলি, গোটা পরিবারকে সঙ্গে নিয়েই উৎসব উদ্‌যাপন করেন অভিনেত্রী। এ বার মহাকুম্ভের পথে ক্যাটরিনার সঙ্গী তাঁর শাশুড়ি। অভিনেত্রী জানালেন সেখানে পৌঁছে কী অনুভূতি হয়েছিল।

Advertisement

সোমবার কুম্ভে পৌঁছে ক্যাটরিনাকে দেখা গেল মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায়। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন অভিনেত্রী। গোলাপের পাপড়ি দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে। পরিয়ে দেওয়া হল পুঁতির মালা। আখড়ায় মাটিতে মাদুরের উপর বসে আলোচনায় মগ্ন থাকতে দেখা যায় ক্যাটরিনাকে। তারকাসুলভ কোনও আচরণ নেই! পরনে হালকা রঙের চুড়িদার, কপালে তিলক ও চোখে রোদচশমা। মুখে রূপটানের লেশমাত্র নেই। ক্যাটরিনা বলেন, ‘‘অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে। আপাতত মহারাজের সঙ্গে আলাপচারিতা করব। তার পর সারা দিন আর কী কী করি দেখা যাক।’’ মহাকুম্ভে গিয়ে ‘আধ্যাত্মিক ভাবে’ নিমজ্জিত অভিনেত্রী। সোমবার ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার কথা ক্যাটরিনার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement