Entertainment News

অনুরাগীদের নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন ক্যাটরিনা?

এ ঘটনা কিন্তু সচরাচর হয় না! এক জন সেলেব তাঁর অনুরাগীদের জন্য খুলে দিচ্ছেন বাড়ির দরজা! আপনি যদি ক্যাটরিনা কইফের অনুরাগী হন, তা হলে এ সুযোগ হয়তো পেতে পারেন আপনি। কিন্তু কী ভাবে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ১২:২৭
Share:

এ ঘটনা কিন্তু সচরাচর হয় না! এক জন সেলেব তাঁর অনুরাগীদের জন্য খুলে দিচ্ছেন বাড়ির দরজা! আপনি যদি ক্যাটরিনা কইফের অনুরাগী হন, তা হলে এ সুযোগ হয়তো পেতে পারেন আপনি।

Advertisement

কিন্তু কী ভাবে?

আরও পড়ুন, জাতীয় স্তরে প্রায় ১০০টি হলে মুক্তি পাবে ‘পোস্ত’

Advertisement

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। ক্যাপশনে লিখেছেন, ‘‘খুব শীঘ্রই নতুন জায়গায় যাচ্ছি আমি… যদি আমি ঠিকানা শেয়ার করি আপনারা আমার সঙ্গে দেখা করতে আসবেন…?’’

সূত্রের খবর, রণবীর কপূরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই নতুন বাড়ির খোঁজে রয়েছেন ক্যাটরিনা। এর আগে রণবীরের সঙ্গে নাকি লিভ টুগেদার করতেন তিনি। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর ঠিকানা বদলের প্রয়োজন হয়েছে। এ বার সাড়ম্বরে ওয়েব দুনিয়ায় সেই খবর নিজেই দিলেন নায়িকা।

ক্যাটরিনার সেই ছবি।— ফেসবুকের সৌজন্যে।

এই মুহূর্তে সলমন খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং করছেন ক্যাটরিনা। অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। ওই ছবিতে রণবীর কপূরের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন ক্যাটরিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement