Katrina Kaif

বিয়ে করতে চান ক্যাটরিনা, সলমনের সঙ্গে বর্তমান রসায়ন নিয়েও মুখ খুললেন অভিনেত্রী

ব্রেক আপের পরও সলমনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালই ক্যাটরিনার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬
Share:

ক্যাটরিনা কইফ

ক্যাটরিনা কি ফিরে গেছেন তাঁর প্রাক্তন সলমনের কাছে? আবার নতুন করে স্বপ্ন দেখার অভ্যেস করছেন তাঁরা? যত দিন যাচ্ছে সলমন এবং ক্যাটরিনা ফ্যানদের মনে এই প্রশ্নটিই দানা বাঁধছিল। প্রাক্তন হয়েও কীভাবে এত ভাল বন্ধুত্ব ধরে রাখা যায়, অবাক করছিল নেটিজেনদের। এ বার তা নিয়েই মুখ খুললেন বি-টাউনের হটেস্ট ডিভা ক্যাটরিনা কইফ।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে ক্যাটরিনা বলেন, "আমার আর সলমনের বন্ধুত্ব ১৬ বছর ধরে টিকে রয়েছে। তিনি এমনই সাচ্চা মানুষ, যখনই দরকার হবে পাশে পাবেন। "পাশাপাশি ক্যাটরিনা এও জানান, বর্তমানে তিনি সিঙ্গল। তবে ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর। ক্যাটের কাছে পরিবারের থেকে মূল্যবান আর কিছু নেই।

ব্রেক আপের পরও সলমনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালই ক্যাটরিনার। এক সঙ্গে চুটিয়ে সিনেমাও করছেন দুনিয়ায়। এক্স যে বন্ধু হতে পারে তা প্রমাণ করে দিয়ে ক্যাট-সলমনের বন্ধুত্ব।

Advertisement

আরও পড়ুন-দুর্গা-বন্দনায় নুসরত, অনেক দিন পর একই ফ্রেমে শুভশ্রী-মিমিও, ভাইরাল হল ভিডিয়ো

আরও পড়ুন-রেভ পার্টিতে এক সঙ্গে রুক্মিণী আর আদ্রিত, খুঁজতে এলেন দেব!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement