‘আমি সিঙ্গল’, রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক ক্যাট

রণবীর কপূরের সঙ্গে নিজের ব্রেক আপের খবর শুনতে শুনতে ক্লান্ত, বিধ্বস্ত ক্যাটরিনা কইফ বলেই ফেললেন, ‘‘আমি সিঙ্গল।’’ তাঁর এই মন্তব্যের পরই যেন ব্রেকআপের জল্পনায় সিলমোহর পড়ল!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০০
Share:

রণবীর কপূরের সঙ্গে নিজের ব্রেক আপের খবর শুনতে শুনতে ক্লান্ত, বিধ্বস্ত ক্যাটরিনা কইফ বলেই ফেললেন, ‘‘আমি সিঙ্গল।’’ তাঁর এই মন্তব্যের পরই যেন ব্রেকআপের জল্পনায় সিলমোহর পড়ল!

Advertisement

ঠিক কী বলেছেন নায়িকা? কেনই বা হঠাত্ এমন মন্তব্য করলেন তিনি?

সম্প্রতি ক্যাটরিনা বলেন, ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে সব খবর পড়ছি তাতে খুব খারাপ লাগছে আমার। আমি বিশ্বাস করি বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেকেই সিঙ্গল থাকে। আমি এখনও বিয়ে করিনি। তাই আমি সিঙ্গল। এটাও পরিষ্কার করে দেওয়া ভাল যে আমি এনগেজও নই।’’

Advertisement

ক্যাটরিনা-রণবীর কখনওই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্য মুখ খোলেননি। কখনও ভিয়েনার রাস্তায় হাত ধরে হাঁটতে গিয়ে পাপারাত্‌জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা। কখনও বা স্পেনের সমুদ্র সৈকতে একান্তে সময় কাটানোর সময় লেন্সবন্দি হয়েছেন। আবার কপূরদের ফ্যামিলি পার্টিতেও ক্যাট সুন্দরীর উপস্থিতি রণবীরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কেরই ইঙ্গিত ছিল বলে মত বলিউডের একাংশের।

কিন্তু ক্যাটরিনার দাবি, তাঁর কেরিয়ার বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক বেশি আলোচনা করছে মিডিয়া। তাঁর কথায়, ‘‘আমার কাজ নিয়ে কোনও আলোচনা হয় না। এটা আমাকে দুঃখ দেয়। ব্রেকিং নিউজে সব সময় থাকে আমার পার্সোনাল লাইফ। কিন্তু ধরুন, বিশ্বের প্রথম পাঁচ নায়িকার মধ্যে আছেন ক্যাটরিনা…. আমি এমন খবরও দেখতে চাই।’’

আরও পড়ুন

দীপিকা-রণবীরের প্রেম মেনে নিলেন ক্যাটরিনা?

আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সলমন: ক্যাটরিনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement