Entertainment News

বিয়ে কবে? ক্যাটরিনা বললেন…

কখনও সলমন খান, কখনও বা রণবীর কপূরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। রণবীরের সঙ্গে প্রেমের কথা পরোক্ষ ভাবে হলেও স্বীকার করে নিয়েছিলেন নায়িকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ১৭:৪০
Share:

ক্যাটরিনা কইফ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

অনুষ্কা শর্মা-বিরাট কোহালি। রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন। প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস। এই তিন সেলেব দম্পতির রাজকীয় বিয়ের সাক্ষী থেকেছে বলিউড। বরুণ ধবন এবং নাতাশা দালালও নিজেদের বিয়ের দিন ঘোষণা করেছেন। এই আবহে কবে বিয়ে করছেন, এ প্রশ্নটা ক্যাটরিনা কইফের কাছে যাওয়া খুব একটা আশ্চর্যের নয়। নিজের চ্যাট শো-এ ক্যাটরিনাকে ডেকে এ প্রশ্ন করার লোভ সামলাতে পারেননি আরবাজ খানও। বিয়ের প্রশ্নে ঠিক কী উত্তর দিলেন নায়িকা?

Advertisement

ক্যাটরিনার স্পষ্ট জবাব, ‘‘বিয়ে কবে করব জানি না। জীবন খুবই অনিশ্চিত। তবে মানুষ হিসেবে বিয়ে নামের প্রতিষ্ঠান বা সন্তান— এ সবে বিশ্বাস রয়েছে। ফলে বিয়ে করতেই পারি। কিন্তু এখন আর কোনও কিছুকেই সিরিয়াসলি নিই না।’’

কখনও সলমন খান, কখনও বা রণবীর কপূরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। রণবীরের সঙ্গে প্রেমের কথা পরোক্ষ ভাবে হলেও স্বীকার করে নিয়েছিলেন নায়িকা। মেনে নিয়েছিলেন ব্রেকআপের কথাও। কিন্তু এই মুহূর্তে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, বা বিয়ে কবে করবেন সে বিষয়ে তেমন কোনও ইঙ্গিত অন্তl আরবাজের শো-এ দেননি ক্যাটরিনা।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘সারা রাত ঘুমোতে পারিনি, কেঁদেছি, ভেবেছি কেন আমার ক্যানসার হল’

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement