ক্যানসারে আক্রান্ত বলি অভিনেত্রী সোনালি বেন্দ্রে। নিউ ইয়র্কে দীর্ঘ চিকিত্সা হয়েছে নায়িকার। আপাতত তিনি মুম্বইতে। প্রথম থেকেই অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি টেলিভিশনে নেহা ধুপিয়ার একটি শো-এ গিয়ে নিজের সেই যন্ত্রণার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সোনালি।
সোশ্যাল মিডিয়ায় ওই নির্দিষ্ট পর্বের টিজার প্রকাশিত হয়েছে। সেখানে সোনালি বলছেন, “ক্যানসার হয়েছে শুনে আমি সারা রাত ঘুমোতে পারিনি। শুধু কেঁদেছি। আর ভেবেছি, কেন আমার সঙ্গেই এমনটা হল?”
নিউ ইয়র্কে চিকিত্সা চলাকালীন সোনালির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একাধিক বলিউড তারকা। কখনও প্রিয় বন্ধু সুজান খান বা গায়ত্রী জোশীর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন সোনালি। কখনও বা অনুপম খের, প্রিয়ঙ্কা চোপড়াদের দেখা গিয়েছে সোনালির সঙ্গে। তাঁর হার না মানা মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।