সন্তান নেই বলে নিত্যদিন অশান্তি লেগেই থাকত! পরিবারের দাবি, সেই বচসার জেরেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন প্রণব মণ্ডল। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বক্সিবাদ গ্রামের ঘটনা। ৩০ বছরের ওই যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বাড়ির বাইরে গিয়ে কীটনাশক খান প্রণব। অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন তিনি। তখনই পরিবারের সদস্যেরা বিষয়টি বুঝতে পারেন। তাঁকে তড়িঘড়ি প্রথমে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:
মৃতের ভাই সৌরভ মণ্ডল জানান, প্রণবের চার বছর আগে বিয়ে হয়েছিল। ওই দম্পতির সন্তান হয়নি। সেই নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে অশান্তি হত প্রণবের। সৌরভের কথায়, ‘‘ঘটনার দিন মা কোনও কারণে বউদিকে বকাঝকা করেন। পরে প্রণব বাড়ি ফিরতেই বউদি সেই ঘটনাটি তাঁকে জানান। এর পরেই দু’জনের মধ্যে নতুন ঝামেলা শুরু হয়।’’ সৌরভের অভিযোগ, সেই মানসিক চাপেই প্রণব কীটনাশক খেয়ে নেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।