Katrina Kaif

ব্যর্থ প্রেম ভুলে ভিকির সঙ্গে সুখী সংসার, তবু কেন নিজের খুশির ভার কাউকে দেন না ক্যাটরিনা?

জীবনে ওঠা-পড়া পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন ক্যাটরিনা। তাই নিজের খুশির জন্য কী করেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৮:১২
Share:

স্বামীর ভালবাসার তোয়াক্কা করেন না ক্যাটরিনা! ছবি: সংগৃহীত।

বিয়ের চার বছর পার করে ফেলছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। স্বভাবের দিক থেকে ভিকির একেবারে বিপরীত মেরুতে বাস ক্যাটরিনার। ইন্ডাস্ট্রির অন্দরে ক্যাটরিনার অধ্যাবসায়ের প্রশংসা যেমন রয়েছে, তেমনই কড়া আচরণের জন্য তাঁকে ভয়ও পান অনেকে। বলিপাড়ার পয়লা নম্বর অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা অন্যতম। প্রেমের অধ্যায়ে ইতি টেনে ভিকির সঙ্গে সংসারী হয়েছেন। স্বামী ও পরিবার নিয়ে সুখী ক্যাটরিনা। জীবনের অনেক ওঠা-পড়া পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন অভিনেত্রী। তাই নিজের খুশির জন্য অন্য কারও উপর নির্ভর করেন না।

Advertisement

ভিকিকে বিয়ের পর থেকে সুখী দাম্পত্যজীবনের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ক্যাটরিনা বার বার। যদিও অতীতে মন ভাঙার যন্ত্রণাও সহ্য করতে হয়েছে। সেই ঘটনা থেকেই নাকি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, নিজের খুশির ভার অন্য কারও হাতে দেবেন না। ক্যাটরিনা আগেই জানিয়েছিলেন, ‘‘নিজের খুশি নিজের হাতে। অন্য কেউ আমার খুশির কারণ হলে মুশকিল! সে চলে গেলে খুশিও তার সঙ্গেই চলে যায়।’’ যদিও বিয়ের পর জানান, ভিকিই একমাত্র মানুষ, যাঁর জন্য খুশি হতে পারেন। কারণ, ভিকি তাঁকে নিঃস্বার্থ ভাবে ভালবাসেন। তবু এখন তিনি বলতে দ্বিধা করেন না, স্বাস্থ্যচর্চাই তাঁকে খুশি করে। ক্যাটরিনা বলেন, ‘‘আমি নিজেই নিজেকে সব থেকে বেশি খুশি ও সন্তুষ্ট করতে পারি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement