Katrina Kaif

কতটা কঠিন ছিল ‘হুসন পরচাম’-এর নাচের রিহার্সাল, ভিডিয়ো শেয়ার করলেন ক্যাটরিনা

পর্দায় ক্যাটরিনা কইফের উপস্থিতি মানেই বাড়তি উত্তাপ। ‘চিকনি চামেলি’, ‘শীলা কি জওয়ানি’ কিংবা ‘কমলি’, এই সমস্ত গানেই পর্দায় আগুন ধরিয়েছেন তিনি। শরীরি বিভঙ্গে হোক বা লাস্যে, চোখ ফেরানো যায়না তাঁর থেকে। কিন্তু এই আগুনের নেপথ্যে থাকে যে কঠোর পরিশ্রম, তা অগোচরেই থেকে যায় সাধারণ দর্শকের।

Advertisement
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ১৯:১১
Share:

পরিশ্রমই মূল মন্ত্র, বলছেন ক্যাটরিনা।

পর্দায় ক্যাটরিনা কইফের উপস্থিতি মানেই বাড়তি উত্তাপ। ‘চিকনি চামেলি’, ‘শীলা কি জওয়ানি’ কিংবা ‘কমলি’, এই সমস্ত গানেই পর্দায় আগুন ধরিয়েছেন তিনি। শরীরি বিভঙ্গে হোক বা লাস্যে, চোখ ফেরানো যায়না তাঁর থেকে। কিন্তু এই আগুনের নেপথ্যে থাকে যে কঠোর পরিশ্রম, তা অগোচরেই থেকে যায় সাধারণ দর্শকের।

Advertisement

সম্প্রতি রিলিজ হয়েছে শাহরুখ খান-ক্যাটরিনা কইফ-অনুষ্কা শর্মা অভিনীত বহুচর্চিত চলচ্চিত্র ‘জিরো’র তৃতীয় গান ‘হুশন পরচাম’-এর ভিডিয়ো। রিলিজের সাথে সাথেই দর্শকদের মন জয় করে নিয়েছে তা। এই গানেও ক্যাটরিনার নাচ যথেষ্টই উত্তাপ ছড়িয়েছে, তা বোঝা যাচ্ছে লাইক ও শেয়ারের বন্যা দেখেই। ইতিমধ্যেই ২.৫ কোটির বেশিবার দেখা হয়েছে ভিডিয়োটি।

কিন্তু এই গানের নাচের ‘স্টেপ’ তোলা যে একদমই সহজ ছিল না, তা স্বীকার করেছেন ক্যাটরিনা। ভিডিয়োতে নাচের প্র্যাকটিসের শেষে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে ফ্লোরেই শুয়ে পড়তে। তবে তাঁর মুখে তৃপ্তির হাসি। ক্যাটরিনার সহ-ড্যান্সারদেরও ক্যাটরিনাকে অভিনন্দন জানাতে শোনা যাচ্ছে।

Advertisement

Working with @boscomartis is always like coming home for me, him and his team are like family for me, I'll never forget how much during "Zara Zara" song from race he pushed me so much he really wanted me to be good, learning to do waves against a wall. 😏😇 In this song Anand rai and boski just really wanted it to be about the joy of dance, dancing for yourself 💃💃 #husnparcham Video - @kibbootzfilms

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

আরও পড়ুন: আমি বিতর্ক এড়িয়ে চলতে পছন্দ করি, সলমন-রণবীর প্রশ্নে কৌশলী ক্যাটরিনা

যশরাজ স্টুডিয়োর একটি ড্যান্স ফ্লোরে এই রিহার্সাল চলছিল বলে জানা গেছে। কোরিয়োগ্রাফি করেছেন বস্কো মার্টিস। বস্কো এর আগে ‘রেস’ সিনেমায় ক্যাটরিনার ‘জারা জারা’ গানটিরও কোরিয়োগ্রাফি করেছিলেন। আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়া একটা জেলখানার মতো’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন