ভ্যালেন্টাইনস ডে একসঙ্গে কাটাবেন ক্যাট-রণবীর!

নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ভাঙন নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবুও ক্যাটরিনা কইফ এবং রণবীর কপূরের যে প্রেমের সম্পর্কে ভাঙন ধরেছে সে বিষয়ে একরকম নিশ্চিত বি-টাউন। এই বিচ্ছেদের মধ্যেও আগামী ভ্যালেন্টাইস ডে-তে নাকি একসঙ্গে কাটাবেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০৪
Share:

নিজেদের ব্যক্তিগত সম্পর্কের ভাঙন নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবুও ক্যাটরিনা কইফ এবং রণবীর কপূরের যে প্রেমের সম্পর্কে ভাঙন ধরেছে সে বিষয়ে একরকম নিশ্চিত বি-টাউন। এই বিচ্ছেদের মধ্যেও আগামী ভ্যালেন্টাইস ডে-তে নাকি একসঙ্গে কাটাবেন তাঁরা।

Advertisement

কেন জানেন?

নেহাতই পেশার তাগিদ। অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় এই জুটিকে। শোনা যাচ্ছে, ভ্যালেন্টাইস ডে-তে নাকি একসঙ্গে শুটিং রয়েছে দু’জনের। আর সে কারণেই দু’জনে মুখোমুখি হতে না চাইলেও ভালবাসার দিনে একসঙ্গে শুটিং করবেন ক্যাট-রণবীর।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাত্কারে ক্যাট সুন্দরী জানিয়েছেন, তিনি সিঙ্গল। বিয়ে না হওয়া পর্যন্ত সকলের স্ট্যাটাসই ‘সিঙ্গল’ বলেই মনে করেন নায়িকা। এই ঘটনার পরই নাকি এই সম্পর্ক জোড়া লাগানোর অনুরোধ নিয়ে নীতু কপূরের কাছেও গিয়েছিলেন। সব মিলিয়ে তাঁদের সম্পর্ক যে তলানিতে ঠেকেছে সে ইঙ্গিত স্পষ্ট। তারপরও ভ্যালেন্টাইস ডে-তে মুখোমুখি হয়ে ক্যাট-রণবীর কী ভাবে নিজেদের সামলান, এখন সেটাই দেখার।

আরও পড়ুন

ক্যাট-রণবীরের সম্পর্কের ভাঙন, নেপথ্যে কোন নারী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement