নীতুর কাছে কেন গেলেন ক্যাটের মা?

রণবীর কপূরের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক ভেঙে গিয়েছে। সেই সম্পর্ক জোড়া দেওয়ার আর্জি নিয়ে রণবীরের মা নীতু কপূরের শরণাপন্ন হলেন ক্যাটরিনার মা সুজানে টারকোটে? মুম্বই ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই নতুন গুঞ্জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৬
Share:

রণবীর কপূরের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক ভেঙে গিয়েছে। সেই সম্পর্ক জোড়া দেওয়ার আর্জি নিয়ে রণবীরের মা নীতু কপূরের শরণাপন্ন হলেন ক্যাটরিনার মা সুজানে টারকোটে? মুম্বই ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই নতুন গুঞ্জন।

Advertisement

বলিউডের একটা অংশ বলছে, সুজানে নিজে নীতুর সঙ্গে দেখা করেছিলেন। তিনি মনে করেন, এই ভাঙা সম্পর্ক একমাত্র জোড়া লাগাতে পারেন নীতুই। তিনিই ছেলেকে বুঝিয়ে অবস্থাটা বদলে দিতে পারেন। কিন্তু নীতুর দিক থেকে নাকি তেমন সাড়া মেলেনি।

এমনিতে রণবীরের হবু বউ হিসেবে ক্যাটরিনাকে ঠিক মেনে নিতে পারেননি নীতু। প্রথম থেকেই এই সম্পর্ক নিয়ে তিনি অখুশি। কিন্তু নীতু বাদে পরিবারের অন্যান্যরা ক্যাটকে মেনে নিয়েছিলেন। তাই নীতু যে এই সম্পর্ক জোড়া লাগাতে কোনও উদ্যোগই নেবেন না সে তো স্বাভাবিক।

Advertisement

প্রশ্নটা অন্য জায়গায়। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে য়াওয়ার পর ক্যাট কি সত্যিই এতটা ভেঙে পড়েছেন? না হলে তাঁর মা নিজে উদ্যোগী হবেন কেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement