Are Justin And Katy In Romance?

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত জাস্টিনের, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটি-র!

কালো সাঁতারের পোশাকে ছিলেন পপ গায়িকা। প্রমোদতরীতে দু’জনে পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন বলে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১২:০৫
Share:

সম্পর্কে জাস্টিন ট্রুডো, কেটি পেরি? ছবি: সংগৃহীত।

জুলাইয়ে নাকি তাঁদের প্রথম দেখা গিয়েছিল। সে বারও ঘটনাস্থল মন্ট্রিয়েল। শনিবার সেই একই জায়গায় ফের ঘনিষ্ঠ কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর পপ গায়িকা কেটি পেরি। ফারাক একটাই, আগের বার তাঁরা একান্তে নৈশভোজ সেরেছিলেন। এ বার তাঁরা প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন!

Advertisement

পরনে কালো রঙের সাঁতারের পোশাক। চুল মাথার উপরে তুলে বাঁধা। কেটি এ ভাবেই উচ্ছল। প্রাক্তন প্রধানমন্ত্রীর ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। তিনি জিন্‌সের ট্রাউজার বেছে নিয়েছেন। এই সাজে তাঁরা পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। জাস্টিনের গলা জড়িয়ে তাঁকে চুম্বন করছেন কেটি। প্রাক্তন প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে। গাল স্পর্শ করেছেন তাঁর। এই ছবি সমাজমাধ্যমে ঝড় তুলেছে। যুগপৎ নিন্দায়-চর্চায় ভাসছেন দুই খ্যাতনামী।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, কেটিদের নির্দেশে তাঁদের প্রমোদতরীটিকে প্রথমে অন্য একটি নৌকোর আড়ালে নিয়ে যাওয়া হয়। লোকচক্ষুর অন্তরালেই তাঁরা ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে দুই খ্যাতনামীর কেউই এখনও মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠতার ছবি যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে সে কথা ছড়িয়ে পড়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement