Kaushik Ganguly

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

সৃজিত মুখোপাধ্যায়ও রিটুইট করেছেন কৌশিকের এই আবেদন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ০০:৩৭
Share:

কৌশিক গঙ্গোপাধ্যায়।

সিনেমা হল খোলার জন্য দেশের প্রধানমন্ত্রীর কাছে এ বার সরাসরি আবেদন জানালেন এক সিনেমাওয়ালা। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সম্প্রতি তাঁর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে লিখেছেন, দীর্ঘ বিরতির পরে ধীরে ধীরে সব কিছুই যখন স্বাভাবিক অবস্থায় ফিরছে, তখন সিনেমা হল খোলার বিষয়টিও বিবেচনা করে দেখা হোক। ‘‘বদ্ধ এয়ারক্রাফ্টে যখন ঘণ্টার পর ঘণ্টা ট্রাভেল করা যাচ্ছে, তখন সিনেমা হলের ১৪০ মিনিট ফিরিয়ে আনা কি এতই কঠিন? চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত মানুষরা আজ বিপন্ন, তাই তাঁদের কথা চিন্তা করে বিষয়টি ভেবে দেখা হোক,’’ নিজের টুইটে প্রধানমন্ত্রীর কাছে এই আর্জিই রেখেছেন পরিচালক। সঙ্গে পোস্ট করেছেন ‘সিনেমাওয়ালা’ ছবির দু’টি স্টিল। সৃজিত মুখোপাধ্যায়ও রিটুইট করেছেন কৌশিকের এই আবেদন। বাংলার পরিচালক-অভিনেতাদের অনেকেই সিনেমা হল খোলার পক্ষে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানও বিনোদন দুনিয়ার স্বার্থে কেন্দ্রের কাছে আর্থিক রিলিফ প্যাকেজের দাবি তুলেছেন সংসদে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন