পর্ন তারকা লিজাকে নগ্ন ছবি পাঠালেন কেনি!

তিনি পর্ন তারকা। পারিশ্রমিকের বিনিময়ে পর্ন ছবিতে অভিনয় করেন। কিন্তু সে কারণে ব্যক্তিগত জীবনে কেউ তাঁকে অসম্মান করতে পারেন না। এমনটাই মত লিজা অ্যানের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৬ ১২:৫৯
Share:

তিনি পর্ন তারকা। পারিশ্রমিকের বিনিময়ে পর্ন ছবিতে অভিনয় করেন। কিন্তু সে কারণে ব্যক্তিগত জীবনে কেউ তাঁকে অসম্মান করতে পারেন না। এমনটাই মত লিজা অ্যানের।

Advertisement

সম্প্রতি পার্সোলান লাইফে তাঁর সঙ্গে এক ব্যক্তি খারাপ আচরণ করেছেন। তিনি কে জানেন? তিনি মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট! লিজার অভিযোগ, কেনি তাঁকে নিজের নগ্ন ছবি পাঠিয়েছিলেন! টুইটারে লিজা জানিয়েছেন, ‘আমি একটা গোটা রাতে বসে বসে কেনির পাঠানো সব ইমেল এক জায়গায় জড়ো করেছিলাম। তার মধ্যে ওই নোংরা ইমেলটাও ছিল।’

আরও পড়ুন- মা হলেন কিম কার্দাশিয়ান

Advertisement

শুধু তাই নয়। লিজার দাবি, র‌্যাপার কেনি একজন অসৎ ব্যক্তি। তিনি নাকি প্রেম করেছেন কিমের বোন রোজের সঙ্গে। আর বিয়ে করেছেন কিমকে। যদিও লিজার এই দাবি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি কিম।

আরও দেখুন:

পর্ন থেকে প্রতিবাদ! কে এই লিজা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement