Sid Kiara Baby

কন্যাসন্তানের মা হয়েছেন কিয়ারা, কেমন আছেন তিনি ও নবজাতক! স্বাস্থ্যের খবর দিলেন বাবা সিদ্ধার্থ

কিয়ারার বরাবর ইচ্ছে ছিল যমজ সন্তানের মা হওয়ার। অভিনেত্রী সেই আকাঙক্ষার কথা জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। তবে তাঁর ঘরে এসেছে কন্যাসন্তান। কী জানালেন সিড-কিয়ারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১০:৪৭
Share:

কন্যা ও কিয়ারা কেমন আছে, জানালেন সিদ্ধার্থ ছবি: সংগৃহীত।

বিয়ের দু'বছরের মাথায় বাবা-মা হলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। গত কয়েক দিন ধরেই জল্পন চলছিল। ১২ জুলাই থেকে হাসপাতালে যাতায়াত বেড়েছিল তারকা দম্পতির। তখন থেকেই সুখবরের প্রতীক্ষায় দিন গুনছিলেন তাঁদের অনুরাগীরা। ১৫ জুলাই কন্যা আগমনের খবর মেলে। যদিও সিড-কিয়ারার তরফে মঙ্গলবার কিছুই জানানো হয়নি। বুধবার মা ও মেয়ের স্বাস্থ্য খবর দেন সিদ্ধার্থ। সঙ্গে জানান, তাঁদের জীবন চিরতরে বদলে গিয়েছে।

Advertisement

কিয়ারার বরাবর ইচ্ছে ছিল যমজ সন্তানের। অভিনেত্রী সেই আকাঙক্ষার কথা জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। তবে কন্যাসন্তান আগমনে বেজায় খুশি। মা-বাবা হওয়ার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লেখেন, ‘‘আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেল। আমাদের জীবনে কন্যাসন্তান এসেছে।’’ হাসপাতাল সূত্রে খবর, মা ও মেয়ে দু’জনেই সুস্থ। এই মুহূর্তে শুভেচ্ছাবার্তায় ভাসছেন দম্পতি। মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালে বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মা, কিয়ারার বাবা এবং অন্যদের। এ বার তাঁদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা।

গত মে মাসে মেটা গালা-র মঞ্চে শেষ বার প্রকাশ্যে দেখা গিয়েছিল কিয়ারাকে। স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন আত্মবিশ্বাসী কিয়ারা। তার পর থেকে আর ক্যামেরার সামনে আসেননি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি। এমনকি ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে গাড়ি মেজাজ হারাতেও দেখা গিয়েছে হবু বাবা সিদ্ধার্থকে। যদিও এ বার আর লুকানোর কিছু নেই। এ বার অপেক্ষা খুদে সদস্যকে কবে প্রকাশ্যে আনেন দম্পতি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement