Meena Kumari Biopic Updates

মীনাকুমারী কার? কৃতি না কিয়ারার? দুই নায়িকার টানাপড়েনে ফের চর্চায় ‘ট্র্যাজেডি কুইন’!

মীনাকুমারী হয়ে ওঠার ডাক পেয়েছেন দুই নায়িকাই। এ বার দেখার কে এই চরিত্রে চূড়ান্ত নির্বাচিত হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১২:২৬
Share:

মীনাকুমারীর চরিত্রে কৃতি শ্যানন না কিয়ারা আডবানী? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মীনাকুমারীর জীবনীছবি তৈরি হবে। এ কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। ষাটের দশকের সাড়া জাগানো নায়িকাকে নিয়ে নতুন টানাপড়েন! তাঁকে পর্দায় জীবন্ত করার ডাক পেয়েছেন এই প্রজন্মের দুই প্রথম সারির নায়িকা— কৃতি শ্যানন, কিয়ারা আডবানী। এখন প্রশ্ন, কার ভাগ্যে শিঁকে ছিড়বে?

Advertisement

কিয়ারা যদি মীনাকুমারীর জুতোয় পা গলান, তা হলে মা হওয়ার পর এই ছবি দিয়েই অভিনয় দুনিয়ায় ফিরবেন তিনি। জানা গিয়েছে, ‘ট্র্যাজেডি কুইন’কে নিয়ে ছবি বানাবেন, গত বছর এ কথা ঘোষণা করেন পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্র। ছবির নাম ‘কমল ঔর মীনা’। ছবির টিজ়ারও মুক্তি পেয়েছে। পরিচালক জানিয়েছিলেন, পরিচালক কমল অমরোহী তাঁর অভিনেত্রী স্ত্রী মীনাকে অজস্র চিঠি লিখেছিলেন। তার উপর ভিত্তি করে ছবি তৈরি হবে। তিন জন নায়িকাকে সিদ্ধার্থের দল পছন্দ করেছে। তাঁর মধ্যে অন্যতম কৃতি আর কিয়ারা। পরিচালকের কথায়, “নিখুঁত অভিনয়ের পাশাপাশি উর্দু ভাষায় সাবলীল হতে হবে নায়িকাকে। তাই এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি।”

এর ফলেই বলিউডে গুঞ্জন তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, কিয়ারা ইতিমধ্যেই চিত্রনাট্য শুনেছেন। জানিয়েছেন, কাহিনি, চিত্রনাট্য তাঁর পছন্দ হয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বাকি রয়েছে চুক্তি সইয়ের কাজ।

Advertisement

ছবি প্রসঙ্গে পরিচালক আরও জানিয়েছেন, ছবির চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। সংলাপ নিয়ে ঘষামাজা চলছে। ছবিতে মীনা, কমল ছাড়াও তাঁর প্রথম স্ত্রী মেহমুদিজিকেও দেখানো হবে। ছবিতে উর্দু ভাষায় অনেক সংলাপ থাকবে। তাই যিনি নায়িকা হবেন তাঁকে এই ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে। মীনাকুমারী অভিনয়ের পাশাপাশি উর্দুতে উঁচু দরের কবিতা লিখতে পারতেন। ফলে নায়িকাকে কড়া প্রশিক্ষণের মধ্যে থাকতে হবে। তার পর তিনি শুরু করবেন শুটিং। ‘কমল ঔর মীনা’ প্রযোজনা করবেন কমল অমরোহীর দৌহিত্র্য বিমল অমরোহী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement