Kiff 2018

চলচ্চিত্র উৎসবের শেষ দিন দেখে নিন এই ছবিগুলি

শনিবার ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। গত ছ’দিন ধরে বেশ কিছু ছবি দেখা হল। কিছু ছবি খারাপ লাগল, কিছু ছবি ভাল। আজ এক কথায় সিনে উত্সবের আজ দশমী। দেখে নিন কোন কোন ছবি দেখা যেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০০:৫৬
Share:

শনিবার ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। গত ছ’দিন ধরে বেশ কিছু ছবি দেখা হল। কিছু ছবি খারাপ লাগল, কিছু ছবি ভাল। আজ এক কথায় সিনে উত্সবের আজ দশমী। দেখে নিন কোন কোন ছবি দেখা যেতে পারে।

Advertisement

ফ্যানি অ্যান্ড অ্যালেকজান্ডার- ১৯৮২ সালে তৈরি এই হিস্টোরিকাল ক্লাসিক ছবিটি শ্রেষ্ঠ বিদেশী ছবির অস্কার পেয়েছিল। নন্দন-১-এ দেখতে পারেন সকাল ৯টায়।

লোরো- পাওলো সোরেন্তিনো বর্তমান সময়ের একজন গুরুত্বপূর্ণ পরিচালক। তাঁর ছবি মিস করা উচিৎ না। নন্দন-১-এ যেতে পারেন আগামিকাল সকাল ১১টায়।

Advertisement

ডিয়ার সন- এ বারের ফেস্টিভ্যালের স্পেশাল ফোকাস দেশ হল তিউনিসিয়া। খুব ভাল ভাল ছবি এসেছে। সে দেশের এই ছবিটি দেখতে পারেন নজরুল তীর্থে দুপুর দু’টোয়।

শপলিফটার্স- আর কোনও ছবি না দেখলেও এই ছবিটা দেখার সুযোগ ছাড়াটা উচিৎ নয়। কারণ ছবিটা এ বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির পুরষ্কার পেয়েছে। রবীন্দ্র সদনে বিকেল ৫টা ১৫ মিনিটে।

আরও পড়ুন: কন্যাশ্রী, শিক্ষাশ্রী নিয়ে প্রচার-ছবি ‘মা’র প্রদর্শন, বিতর্কের দায় নিতে নারাজ কমিটি

ক্লোজিং ফিল্ম- যে ছবিটি এ বারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হবে সেটিই হবে ক্লোজিং ফিল্ম। সেটা দেখাই উচিৎ। নন্দন-১, সন্ধে ৭টা ১৫ মিনিটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement