কিম কার্দাশিয়ানের ছেলে সেন্ট

সেন্ট ওয়েস্ট! ছোট্ট টুইট। আর তাতেই তামাম জল্পনার অবসান! টুইটে সদ্যোজাত ছেলের নাম জানালেন কিম কার্দাশিয়ান ওয়েস্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ১৪:২৬
Share:

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সেন্ট ওয়েস্ট! ছোট্ট টুইট। আর তাতেই তামাম জল্পনার অবসান! টুইটে সদ্যোজাত ছেলের নাম জানালেন কিম কার্দাশিয়ান ওয়েস্ট।

Advertisement

সন্তান হওয়ার খবরটা গত শনিবারই পেয়েছিলেন কিমের ফ্যানেরা। তবে সে দিন নবজাতকের নাম প্রকাশ করেননি রিয়েলিটি টিভি স্টার কিম বা তাঁর র‌্যাপার স্বামী কানিয়ে ওয়েস্ট। দু’বছরের মেয়ে নর্থকে নিয়ে তাঁদের সুখী সংসার। সেলেব্রিটি কাপ্‌লের এটি দ্বিতীয় সন্তান। সোশ্যাল মিডিয়ায় তাঁরা জানিয়েছেন, আট পাউন্ড এক আউন্সের ছোট্ট সেন্ট ভালই আছে।

আরও পড়ুন: মা হলেন কিম কার্দাশিয়ান

Advertisement


কিমের টুইট

৩৫ বছরের কিমের সন্তানের নাম নিয়েও বেশ কিছু দিন জল্পনা চলছিল। গুজব ছড়িয়েছিল, কানিয়ে তাঁর ছেলের নাম রাখতে চলেছেন ইস্টন। তবে সেটা যে ভুয়ো, কিমের একটা টুইটেই তা জানা গিয়েছিল সঙ্গে সঙ্গেই। এ বার সেন্ট-এর নাম প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ফের হই-চই সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবার ইতিমধ্যেই কিম-কানিয়ের ছেলে-মেয়ের নামের সংক্ষিপ্তসার করে ফেলছেন। এনডব্লিউ আর এসডব্লিউ! মানে মেয়ে নর্থ ও ছেলে সেন্ট ওয়েস্ট!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement