কিমের টুইটে হ্যাকার হানা!

হ্যাক করা হল জনপ্রিয় মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ানের টুইটার অ্যাকাউন্ট। সোশাল মিডিয়ার এই বাড়বাড়ন্তের যুগে সেলেবদের সোশাল সাইট হ্যাক হওয়া কোনও নতুন ঘটনা নয়। তবে কিমের টুইট কে হ্যাক করেছে জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১১:২১
Share:

হ্যাক করা হল জনপ্রিয় মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ানের টুইটার অ্যাকাউন্ট। সোশাল মিডিয়ার এই বাড়বাড়ন্তের যুগে সেলেবদের সোশাল সাইট হ্যাক হওয়া কোনও নতুন ঘটনা নয়। তবে কিমের টুইট কে হ্যাক করেছে জানেন? কিমের দু’বছরের মেয়ে নর্থ ওয়েস্ট। মায়ের ফোন থেকেই সে করে ফেলেছে তার প্রথম টুইট। কিন্তু কিমের ফলোয়াররা তো তা জানতেন না। নর্থের করা টুইট কিমের ভেবেই লাইক আর শেয়ারের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

অথচ প্রথমে কিম বিষয়টা জানতেনই না। তাঁর নজরে আসে প্রায় তিন ঘণ্টা পরে। তখন কিম রি-টুইট করে জানান, ‘এখনই বুঝতে পারলাম। নর্থ টুইট করেছে।’ তবে তাতে কি? মায়ের মতোই মেয়েও সমান জনপ্রিয়। সে কারণেই মাত্র দু’বছরেই তার প্রথম টুইট এত হিট হয়েছে!


নর্থের করা সেই টুইট। ছবি: টুইটারের সৌজন্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement