বিয়ে ভেঙে যাওয়ায় দেউলিয়া বলিউডের এই অভিনেত্রী

‘মহব্বতে’র সেই সঞ্জনাকে ভুলতে পারেননি সিনেপ্রেমীরা। বলিউডের প্রথম বড় ব্রেকেই নজর কে়ড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ১১:৩২
Share:

‘মহব্বতে’র সেই সঞ্জনাকে ভুলতে পারেননি সিনেপ্রেমীরা। বলিউডের প্রথম বড় ব্রেকেই নজর কে়ড়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি। ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়েছিলেন কিম শর্মা। কয়েক বছর আগে যুবরাজ সিংহের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ভরে উঠেছিল পেজ থ্রি-র পাতা। যদিও সেই সম্পর্ক পূর্ণতা পায়নি।

Advertisement

বহু বছর পর ফের খবরের শিরোনামে কিম শর্মা। সম্প্রতি বিয়ে ভেঙে গিয়েছে অভিনেত্রীর। ২০১০ সালে শিল্পপতি আলি পুঞ্জানির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু বেশ কিছু দিন ধরেই অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আলি।

আরও পড়ুন: ‘রিভিউ না পড়েই হয়তো দর্শক ছবিটা দেখবেন’

Advertisement

বি-টাউন সূত্রে খবর, বিচ্ছেদের পর চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছেন কিম। শুধু তাই নয়, প্রায় কপর্দকশূন্য অবস্থায় সম্প্রতি মুম্বই ফিরে এসেছেন তিনি।

বিয়ের পর থেকে কেনিয়াতেই থাকতেন যুগল। অভিযোগ, আলি অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই কিমের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে শুরু করে তাঁর। ঘুরে দাঁড়াতে মরিয়া কিম চাইছেন মুম্বইয়ে নিজের ব্যবসা শুরু করতে।

তখন সুখের সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement