Entertainment News

তোতলামি শিখছেন কীর্তি!

আপাতত অভিনেত্রী কীর্তি কুলহারির একটাই রুটিন। দিনরাত এক করে তোতলামি শিখছেন তিনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ১৩:০৩
Share:

আপাতত অভিনেত্রী কীর্তি কুলহারির একটাই রুটিন। দিনরাত এক করে তোতলামি শিখছেন তিনি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisement

নির্দিষ্ট কোনও চরিত্রে অভিনয়ের জন্য কত রকম প্রিপারেশনই তো নেন অভিনেতারা। কীর্তিরও এটা তেমনই এক প্রয়াস। কারণ পরিচালক মধুর ভান্ডারকরের পরের ছবি ‘ইন্দু সরকার’-এ একজন তোতলা কবির ভূমিকায় অভিনয় করছেন তিনি। কীর্তি বললেন, ‘‘ছবির শুরুতে দর্শক হয়ত আমার করা চরিত্র নিয়ে সমালোচনা করবন। কিন্তু তার পরের জার্নিটা কষ্টের, যন্ত্রণার। তার মধ্যে দিয়েই জীবনের সত্যিটা সে বুঝতে পারে।’’

আরও পড়ুন, কেন আদিরার ছবি সোশ্যাল মিডিয়ায় দেন না? রানি বললেন…

Advertisement

এই চরিত্রটা পর্দায় সঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য ভয়েস মডিউলেশনের ক্লাস করছেন কীর্তি। যাতে গলার স্বর, তোতলামি সবটাই পর্দায় খুব বিশ্বাসযোগ্য মনে হয়। কীর্তি আরও জানিয়েছেন, এই ধরনের চরিত্রে শুটিং করা মানেই ডিপ্রেশন। কারণ কোথাও নিজের কষ্টটাকে উপলব্ধি করতে হয়। সব মিলিয়ে কাজটা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement