Dev Adhikari

Kishmish: পুজোয় নয়, শীতে ‘কিশমিশ’-এর স্বাদ পাবেন দর্শক: দেব

রাহুল মুখোপাধ্যায়ের ‘কিশমিশ’ চলতি বছরের শীতে মুক্তি পাবে। মঙ্গলবার নেটমাধ্যমে এমনটাই ঘোষণা প্রযোজক দেবের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ২২:৪৩
Share:

দেব।

কিসমিস কখন বেশি সুস্বাদু? পুজোর মরশুমে না শীতকালে? দেব বলছেন, শীতে এর টক-মিষ্টি স্বাদ বেশি ভাল লাগে। সম্ভবত সেই জন্যই রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কিশমিশ’ চলতি বছরের শীতে মুক্তি পাবে। মঙ্গলবার নেটমাধ্যমে এমনটাই ঘোষণা প্রযোজক দেবের। যদিও এপ্রিলে সাংসদ-তারকার ঘোষণা ছিল, দুর্গাপুজোয় মুক্তি পাবে কৃশাণু-রোহিণীর ভালবাসার গল্প। অতিমারির কারণে শ্যুট পিছিয়ে যাওয়ায় পিছিয়েছে ছবিমুক্তিও। ২১ জুলাই দেব-রুক্মিণী মৈত্রের উপস্থিতিতে সাড়ম্বরে মহরত ঘোষণা হয়েছিল ছবির। এই ছবি দিয়েই পর্দায় ছ’বার জুটি বাঁধলেন বাস্তবের যুগল।


ছোট্ট ভিডিয়োয় কার্টুনের কারসাজি। সেখানেই মারাত্মক সব সংলাপ দেব ওরফে ‘কৃশাণু’, রুক্মিণী ওরফে ‘রোহিণী’র মুখে। কৃশাণু পড়াশোনায় পিছনের সারিতে। তাই নিজেকে নিয়ে তার রসিকতা ‘ফেলুদা’ বলে! বাস্তবে রোহিণী তার ধ্যান-জ্ঞান। তাকে ঘিরে কৃশাণুর বিয়ের স্বপ্ন। এ দিকে প্রেমিকা মোটেই পাত্তা দেয় না তাকে। তার পাল্টা প্রশ্ন, ‘এক বার শুলেই বুঝি বিয়ে হয়ে যায়?' এই জায়গা থেকেই ছবির নায়কের দাবি, তাদের ভালবাসা কিসমিসের মতোই অম্লমধুর।

Advertisement

ছবিতে দুই তারকার পাশাপাশি দেখা যাবে কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়ের মতো দাপুটে অভিনেতাদের। ছবি ঘিরে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের এর ছোট্ট অনুরোধ, ‘দাদা-দিদি ও ডিটেকটিভদের ভিড়ে আমাদের একটা ছোট্ট প্রেমের গল্প। দেখতে চাইলে আসতে হবে প্রেক্ষাগৃহে।'

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement