Entertainment News

‘বিগ বস’-এর ওই ব্যারিটোন গলার মালিক কে জানেন?

দীর্ঘদিন ধরে যাঁরা ‘বিগ বস’-এর ফ্যান, তাঁদের মনে এই প্রশ্নটা অনেক বারই হয়তো এসেছে। ‘বিগ বস মে আপকা সোয়াগত হ্যায়!’, এই ডায়ালগের পিছনে ব্যারিটোন আওয়াজটা কার?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ১৩:৪৬
Share:

‘বিগ বস’-এর সিক্রেট রুমে কে কথা বলে জানেন?

এক কথায় বেশিরভাগ মানুষই স্বীকার করবেন, ভারতীয় টেলিভিশনের বিতর্কিত রিয়্যালটি শো-এর অন্যতম সেরা ‘বিগ বস’। এ বছর এই শো-এর একাদশ সিজন চলছে।

Advertisement

আরও পড়ুন, বাবা-মা-এর বিবাহবার্ষিকীতে গান গাইলেন সলমন

আরও পড়ুন, মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম গান, শুনেছেন?

Advertisement

দীর্ঘদিন ধরে যাঁরা ‘বিগ বস’-এর ফ্যান, তাঁদের মনে এই প্রশ্নটা অনেক বারই হয়তো এসেছে। ‘বিগ বস মে আপকা সোয়াগত হ্যায়!’, এই ডায়ালগের পিছনে ব্যারিটোন আওয়াজটা কার?

জানতে ইচ্ছে করছে তো ইনি কে?

সেক্সি-হাস্কি টোনের ওই আওয়াজের মালিক ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত ‘ভয়েসওভার আর্টিস্ট’ অতুল কপূর।

হলিউডের বেশির ভাগ ছবির হিন্দি ডাবিং করেন অতুল। তালিকায় রয়েছে, ‘আয়রনম্যান’, ‘অ্যাভেঞ্জার’, ‘ক্যাপ্টেন আমেরিকা’র মতো ছবি।

অনেকেই মনে করতেন, হিন্দি ধারাবাহিকের বিখ্যাত অভিনেতা মোহন কপূরের গলায় শোনা যায় ওই ডায়ালগ। কিন্তু আসলে ওই আওয়াজ অতুলের। মুম্বই মিরর-এর খবর অনুযায়ী, ওই গলার মালিক অতুলই। একটি টুইটেই সেই ইঙ্গিত মিলেছিল।

!!

বলিউডের সূত্রের খবর, প্রথম সিজন থেকেই অতুল এই কাজের সঙ্গে জড়িত। তিনিই সিক্রেট রুম থেকে কথা বলেন। তবে গেম শো-এর উন্মাদনা বজায় রাখার জন্যই প্রতিযোগীদের কাউকেই অতুলের সঙ্গে সামনাসামনি দেখা করতে দেওয়া হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement