Bollywood

জানেন ‘দিওয়ার’-এ নীল জামাটি কোমরের কাছে কেন গিঁট দিয়ে রাখতেন অমিতাভ?

বিগ বি-র সেই অনবদ্য ডায়লগ, ‘‘আজ মেরে পাস পয়সা হ্যায়, বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, ব্যাঙ্ক ব্যালান্স হ্যায়, ঔর তুমহারে পাস কেয়া হ্যায়?’’ আর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে তাঁর অনস্ক্রিন ভাই শশী কপূরের পাল্টা জবাব, ‘‘মেরে পাস মা হ্যায়’’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ১২:১৩
Share:

বিগ বি-র সেই অনবদ্য ডায়লগ, ‘‘আজ মেরে পাস পয়সা হ্যায়, বাংলা হ্যায়, গাড়ি হ্যায়, ব্যাঙ্ক ব্যালান্স হ্যায়, ঔর তুমহারে পাস কেয়া হ্যায়?’’ আর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে তাঁর অনস্ক্রিন ভাই শশী কপূরের পাল্টা জবাব, ‘‘মেরে পাস মা হ্যায়’’।

Advertisement

দিওয়ার-এর এই দৃশ্যটি আপামর সিনেমাপ্রেমীর মনে আজীবন গেঁথে গিয়েছে। ৭০-এর দশকের শুরুর সময়ে সমাজের রাজনীতি ফুটে ওঠে গল্পের প্লটে। যশ চোপড়ার পরিচালনায় ‘দিওয়ার’ বক্স অফিসে সুপারহিট। সে বছর একাধিক পুরস্কারও পেয়েছিল ছবিটি।

সিনেমা মুক্তির পর প্রায় ৪০ বছর পেরিয়েছে। সম্প্রতি সেই সিনেমা নিয়ে সিনিয়ার বচ্চন এক মজাদার গল্প শোনালে। কী সেই গল্প? ফিল্মে অমিতাভ ওরফে ‘বিজয় ভার্মা’র সেই নীল জামা, কাঁধে দড়ি আর খাকী রঙের প্যান্ট পড়া লুকটি মনে আছে?
থাকতেই হবে! সে সময়ে তা যে হয়ে উঠেছিল স্টাইল স্টেটমেন্ট! অমিতাভ অবশ্য শোনালেন অন্য গল্প। বললেন, “ওই নীল জামাটি আসলে দর্জির ভুল”। শার্টটি অমিতাভের শরীরের তুলনায় বেশ বড়ই বানিয়ে ফেলেছিল দর্জি! আর তা কোনও ভাবেই ওঁর পছন্দ হয়নি। সেই কারণেই শার্টের নীচের দিকে তা গিট মেরে রাখতেন।

Advertisement

সে যাই হোক না কেন! বচ্চন ফ্যানেদের কিন্তু সে লুক নিয়ে উন্মাদনা ছিল প্রচুর।

এও বলা হত দিওয়ারের সুপারহিট হওয়ার অন্যতম কারণ ছিল বচ্চনের ‘অ্যাঙ্গরি ইয়ং ম্যান’ লুক।

আরও পড়ুন...
অনুষ্কার সঙ্গে এনগেজমেন্ট জল্পনা নিয়ে মুখ খুললেন বিরাট!

আনন্দ থেকে বিষাদ, ভাল থেকে মন্দ, কোথায় কী হল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন