Yuvaan Chakraborty's Birthday

ইউভানের জন্মদিনে কোয়েল-পুত্র কবীরের উচ্ছ্বাস, রাজ-শুভশ্রীর ছেলের জন্মদিনে আর কী কী হল?

১২ সেপ্টেম্বর রাজ এবং শুভশ্রীর ছেলে ইউভানের জন্মদিন। বিশেষ দিনে অনেক কিছু পরিকল্পনা করেছিলেন তাঁরা। এসেছিল ছেলের খুদে বন্ধুরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১
Share:

জন্মদিনের অনুষ্ঠানে কচিকাঁচাদের সঙ্গে সপরিবার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

১২ সেপ্টেম্বর ছিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভানের পাঁচ বছরের জন্মদিন। এ দিন ছেলের প্রিয় ‘সোনিক’ থিমে অনুষ্ঠান আসর সাজানো হবে বলে জানিয়েছিলেন পরিচালক। যেমনটা বলেছিলেন, ঠিক সেই ভাবেই জন্মদিনের আয়োজন করলেন তাঁরা। নিমন্ত্রিতদের মধ্যে ছিল ইউভানের খুদে বন্ধুরা। জন্মদিনের আসরে সবচেয়ে উত্তেজিত দেখা গেল কোয়েল মল্লিকের ছেলে কবীরকে!

Advertisement

ইউভানের পাঁচ বছরের জন্মদিনে লাল টি-শার্ট পরে হাজির কোয়েল-পুত্র কবীর। ছবি: সংগৃহীত।

থিম অনুযায়ী এসেছিল কেক। চারিদিক সাজানো হয়েছিল নীল-হলুদ বেলুনে। ইউভান আর ইয়ালিনি দু’জনেই পরেছিল সাদাকালো জার্সি। বেশ কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি। ছেলের বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁরা। শুভশ্রীর কোলে ইউভান এবং রাজের কোলে ইয়ালিনি। সবার মাঝে সবচেয়ে উচ্ছ্বসিত এবং উত্তেজিত কোয়েলের ছেলে কবীর।

ছেলের জন্মদিন প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে রাজ বলেছিলেন, “সকালবেলা সে স্কুলে গিয়েছে। ও স্কুলে যেতে খুব ভালবাসে। তাই জন্মদিনেও সে সকাল থেকে তৈরি স্কুলে যাওয়ার জন্য। বন্ধুদের জন্য বেশ কিছু উপহারও নিয়ে গিয়েছে।”

Advertisement

ছেলে খেতে ভালবাসে না, এটা নিয়ে নিজের চিন্তার কথাও এ দিন বলেন রাজ। তিনি যোগ করেন, “ওর কাছে খাওয়া মানে সময় নষ্ট। আজ ঘুম থেকে উঠে সকাল থেকে বলছে, ‘আমার আজ জন্মদিন, আমার আজ জন্মদিন’। এটাই করে যাচ্ছে। মাখানা, কলা এই সব খায়। আর মাছভাজা খেতে ভালবাসে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement