‘রায়ান অ্যান্ড আই’— পরিচালক সম্বিত বন্দ্যোপাধ্যায়ের আরও একটি ছবি যা খুব অনায়াসেই স্থান করে নিল এ বছরের ‘মাদ্রিদ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। উত্সবে ‘শর্ট ফিল্ম’ ক্যাটাগরিতে আনুষ্ঠানিক ভাবে জায়গা করে নিয়েছে এই ছবিটি।
এর আগে পরিচালকের ‘শ্যাডোজ অফ টাইম’ ছবিটি যুক্তরাজ্যে ‘সানডান্স পপুলার চয়েস’ পুরস্কার পায়। সত্যজিত্ রায়ের একটি ছোট গল্পকে মাথায় নিয়েই তৈরি করা হয় ‘রায়ান অ্যান্ড আই’, জানালেন প্রযোজক শৌভিক বন্দ্যোপাধ্যায়।
ছবির গল্প ছোটবেলার দুই বন্ধু ডোনা ও রায়ানকে নিয়ে। জীবন এগিয়ে গেলে, ২০ বছর পরে লন্ডনের ‘বিগ বেন’-এর সামনে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে যে যার পথে পা বাড়ায়। তার পর? সে উত্তর দেবে ছবি! কস্তূরী বন্দ্যোপাধ্যায় ও আয়ান সিংহ অভিনীত ছবিটির এডিটিঙের কাজ করেছেন রবিরঞ্জন মৈত্র। প্রসঙ্গত, স্বল্প দৈর্ঘের ছবিতে ‘বেস্ট অ্যাক্ট্রেস’ তালিকায় মনোনীত হন কস্তুরী বন্দ্যোপাধ্যায়।