Entertainment News

ছুটির মুডে কৃতী, বিকিনিতে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

কিন্তু কার সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন কৃতী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ১৮:২৭
Share:

কৃতী শ্যানন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সুইমিং পুলের অ্যাকোয়া সবুজ জল। সেখানে হলুদ বিকিনিতে ঝড় তুলেছেন তিনি। তিনি অর্থাত্ বলি অভিনেত্রী কৃতী শ্যানন। তাঁর এ হেন ভিডিয়ো আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

কৃতীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লুকা ছুপি’। সে ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। বক্স অফিসে প্রায় ১২৫ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। সমালোচকদের কাছে ভাল মার্কস পেয়েছিলেন কৃতী। ছবির কাজ শেষ। তাই আপাতত গোয়ায় ছুটি কাটাচ্ছেন তিনি।

কিন্তু কার সঙ্গে গোয়ায় ছুটি কাটাচ্ছেন কৃতী? না! কোনও গসিপ নেই। কারণ প্রিয় বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার প্রমাণও।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

ছুটি থেকে ফিরে ফের ফ্লোরে ফিরবেন কৃতী। প্রথম থেকেই বেছে কাজ করতে পছন্দ করেন তিনি। ‘পানিপথ’, ‘হাউজফুল ফোর’-এর মতো ছবি রয়েছে তাঁর হাতে।

আরও পড়ুন, অজয় নন, অন্য এক বলি নায়ককে ভালবাসতেন কাজল!

Beat the heat! 🌞💦💦 #waterbaby #summer #GoaWithMyGirls #vacay

A post shared by Kriti (@kritisanon) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement