Kriti Sanon

Kriti Sanon: হেডলাইট বা বাম্পার কিছুই নেই, কৃতীর শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করেন বলি অভিনেত্রী

পরবর্তীকালে কৃতী সাংবাদিক সম্মেলনে গিয়ে ভৈরবীর বিরুদ্ধে মুখ খোলেন। ভৈরবীকে নিয়ে প্রশ্ন করলে প্রথমে তিনি ভৈরবীকে চিনতেই অস্বীকার করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১৬
Share:

কৃতী এবং ভৈরবী

২০১৭ সাল। সুশান্ত সিংহ রাজপুত এবং কৃতী শ্যাননের ‘রাবতা’ মুক্তি পেয়েছে। দর্শকমহলে জনপ্রিয়তা পায়নি সে ছবি। ফলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘রাবতা’। তার পরে বারবার হাসিঠাট্টার কেন্দ্র হয়ে ওঠেন কৃতী-সুশান্ত। কিন্তু বলিউডের তারকা গোষ্ঠীর কাছেও যে বিদ্রূপের শিকার হতে হবে, তা যেন ভাবেননি তিনি। কেবল বিদ্রূপ নয়, তাঁর শরীর নিয়ে অশ্লীল মন্তব্য করেন অভিনেত্রী ভৈরবী গোস্বামী।

Advertisement

অভিনেতা, প্রযোজক, পরিচালক, সমালোচক কমল আর খান সেই সময়ে কৃতীর একটি ভিডিয়ো টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, কৃতী নাচছেন। কমল তার উপরে লিখেছেন, ‘তাঁর নতুন ছবি ‘রাবতা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরে কৃতীর নাচ। মাথা খারাপ হয়ে গিয়েছে।’ সেই টুইটে ভৈরবী মন্তব্য করেন, ‘এ তো পুরো পাগল। এই মহিলা অভিনেত্রী হল কী করে? হেডলাইটও নেই, বাম্পারও নেই। কলেজের পড়ুয়ারাও এর থেকে ভাল দেখতে।’

কৃতী ভক্তরা সেই পোস্টেই ভৈরবীর এই মন্তব্যের জন্য তাঁকে দুষতে শুরু করেন। কেউ লেখেন, ‘আপনি খারাপ অভিনেত্রী জানতাম, কিন্তু এত খারাপ মানুষ, তা জানতাম না।’ কেউ আবার লিখলেন, ‘শরীর নিয়ে কুমন্তব্য করছেন কী ভাবে?’

Advertisement

পরবর্তীকালে কৃতী সাংবাদিক সম্মেলনে গিয়ে ভৈরবীর বিরুদ্ধে মুখ খোলেন। সাংবাদিকরা তাঁকে ভৈরবীকে নিয়ে প্রশ্ন করলে প্রথমে তিনি ভৈরবীকে চিনতেই অস্বীকার করেন। তার পরে সাংবাদিকরা মনে করিয়ে দেওয়ার পরে তিনি বলেন, ‘‘আমি তো তার জন্য খুবই খুশি। আমাকে ওই কথাগুলি বলার পরেই লোকে ওকে চেনে। তা ছাড়া আপনি কি এই নামের সঙ্গে পরিচিত হতেন কোনও দিন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement