Kunal Ghosh Jockes On ED Summons Mimi Chakraborty

নিজ দায়িত্বে প্রচার করল! ‘রক্তবীজ ২’-এর প্রিমিয়ারে শিবুর ইডিকে আমন্ত্রণ জানানো উচিত: কুণাল

কুণালের আরও দাবি, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি সুপারহিট হবেই। ওঁদের উচিত, সংস্থার অফিসারদের মিষ্টি খাইয়ে দেওয়া!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০
Share:

মিমি চক্রবর্তীকে ইডির সমন নিয়ে বললেন কুণাল ঘোষ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রথমে অঙ্কুশ হাজরা। তার পর মিমি চক্রবর্তী। প্রথম জন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’-এর খলনায়ক, দ্বিতীয় জন নায়িকা। উভয়কেই বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মিমিকে সমন পাঠানোর পরেই সরব রাজনীতিবিদ-অভিনেতা কুণাল ঘোষ। আনন্দবাজার ডট কম-কে বললেন, “ইডি তো নিজ দায়িত্বে ‘রক্তবীজ ২’-এর প্রচার করে দিল! শিবুর উচিত ওঁদের প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো।”

Advertisement

বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এর আগেও ইডির তরফ থেকে সমন পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। এর আগে তদন্তের স্বার্থে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধবন-সহ বেশ কিছু খ্যাতনামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খবর, ইতিমধ্যেই বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি।

সোমবার তারই তদন্তে ইডির দিল্লির অফিসে হাজিরা দেন মিমি। এ প্রসঙ্গে কুণালের রসিকতা, “আমার ধারণা, অঙ্কুশ বা মিমি কারও বিরুদ্ধেই গুরুতর কোনও অভিযোগ নেই। কাকতালীয় ভাবে ছবিমুক্তির আগে নন্দিতাদি-শিবুর ছবির দুই তারকা অভিনেতাকে ডেকে ইডি কিন্তু বড় প্রচার করে দিল। এই পরিচালক জুটির ছবি মানেই সুপারহিট। আমার মনে হয়, পুজোর পরে ইডির অফিসারদের ডেকে শিবুর মিষ্টি খাওয়ানো উচিত।”

Advertisement

এ বিষয়ে কী বলছেন পরিচালক জুটির অন্যতম শিবপ্রসাদ? যোগাযোগের জন্য তাঁকে ফোন করা হয়েছিল। পরিচালককে ফোনে পাওয়া যায়নি।

সমাজমাধ্যমে বরাবর নানা বিষয়ে মতামত জানান কুণাল। মিমিকে ইডি ডাক পাঠানোর পরেই তিনি ফের সরব। লেখেন, “মিমিকে ইডির নোটিস। আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই। তবে ‘রক্তবীজ ২’ ছবির প্রচারে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে সংস্থাকে ধন্যবাদ।” তিনি এও লিখতে ভোলেননি, “শিবুরা তো প্রচারের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement