Kusum Serial

‘প্রেমের দৃশ্যের আগে আমার কাছে মত নেওয়া হয় আমি স্বচ্ছন্দ কি না’, কোন অভিজ্ঞতা শোনাল ‘কুসুম’ তনিষ্কা?

এখনও স্কুলের গণ্ডি পার করেনি নায়িকা। অভিনেত্রী হিসাবে তাকে অনেকটাই পরিণত দেখাচ্ছে পর্দায়। প্রেমের দৃশ্যে অভিনয় প্রসঙ্গে কী বলল তনিষ্কা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ০৯:০১
Share:

প্রেমের দৃশ্যের শুটিং প্রসঙ্গে কী বলল তনিষ্কা ওরফে পর্দার কুসুম? ছবি: সংগৃহীত।

গ্রামের মেয়ে কুসুম। পরিস্থিতির চাপে পড়ে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে শৌর্যের সঙ্গে। সেখান থেকে বিভিন্ন দিকে মোড় নিয়েছে ‘কুসুম’ ধারাবাহিকের গল্প। নানা ঝড়ঝাপটা পেরিয়ে নায়ক-নায়িকা ধীরে ধীরে কাছাকাছি আসছে। কুসুম চরিত্রে দর্শক দেখছে তনিষ্কা তিওয়ারিকে। দশম শ্রেণির ছাত্রী সে। নায়কের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় নিয়ে কী বলল তনিষ্কা?

Advertisement

এখনও স্কুলের গণ্ডি পার করেনি নায়িকা। যদিও অভিনেত্রী হিসাবে তাকে অনেকটাই পরিণত দেখাচ্ছে পর্দায়। এই মুহূর্তে নায়কের সঙ্গে তার প্রেমের দৃশ্য দর্শকের নজর কেড়েছে। তনিষ্কার কেমন অভিজ্ঞতা? অভিনেত্রীর কথায়, “প্রথম থেকেই সবাই আমাকে খুব সাহায্য করেন। পরিচালক সবটা বুঝিয়ে দেন আমাকে। আগে থেকে আমার মত নেওয়া হয়। যদি আমি কোনও দৃশ্যে অভিনয় করতে স্বচ্ছন্দ না হই, তা হলে চিত্রনাট্যও ঘুরিয়ে দেওয়া হয়। সুতরাং প্রেমের দৃশ্যে অভিনয় করতে আমার কোনও সমস্যাই হচ্ছে না।”

তনিষ্কা আগামী দিনে অভিনেত্রীই হতে চায়। সেই ভাবেই পড়াশোনা করতে চায়। মনোবিজ্ঞান, ইতিহাস, দর্শন নিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়ার ইচ্ছা। কিন্তু স্নাতকস্তরে সে ‘ফিল্ম স্টাডিজ়’ নিয়ে পড়তে চায়। শুটিংয়ের পাশাপাশি সমান তালে চালিয়ে যাচ্ছে পড়া। শটের মাঝে একটু অবসর পেলেই সে বসে যায় বই নিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement