তনিষ্কা তিওয়ারি। ছবি: সংগৃহীত।
দশম শ্রেণির ছাত্রী তনিষ্কা তিওয়ারি। তাকে অবশ্য এখন সবাই কুসুম নামেই ডাকে। ছোটপর্দার দৌলতে সে এখন অনেকেরই প্রিয়। ১৪ ঘণ্টা শুটিং, তার পরে আবার পড়াশোনা, সবটা কী ভাবে সামলাচ্ছে সে? ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক। এখন চলছে ‘প্রি-বোর্ড’-এর পরীক্ষা। তা হলে শুটিং কখন করছে তনিষ্কা?
খুদে অভিনেত্রী জানাল, কোনও অসুবিধাই হচ্ছে না তার। পরীক্ষার সময় রাতে শুটিং করছে আর সকালে স্কুল যাচ্ছে। তা হলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কী ভাবে? তনিষ্কার কথায়, “অভ্যাস হয়ে গিয়েছে। ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে যাই। আর পরীক্ষা দিয়ে সোজা শুটিংয়ে আসি। শটের ফাঁকে সময় পেলেই বই নিয়ে বসে যাই।” তবে এই কারণে ঘুমের জন্য বরাদ্দ হয়েছে মাত্র চার ঘণ্টা। এর থেকে বেশি আর সময় পাওয়া যাচ্ছে না। যদিও তা নিয়ে কোনও আক্ষেপ নেই তনিষ্কার। কারণ, ছোট থেকেই নায়িকা হওয়ার শখ তার।
পর্দার কুসুম যোগ করে, “মাধ্যমিক দেওয়ার পর ‘হিউম্যানিটিজ’ নিয়েই এগোতে চাই। মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান নিয়ে পড়তে চাই। তবে পরবর্তীকালে ‘ফিল্ম স্টাডিজ়’ নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমি আসলে নায়িকাই হতে চেয়েছি বরাবর। সেই লক্ষ্যেই এগোচ্ছি।” তাই পড়াশোনা আর শুটিং একসঙ্গে সামলাতে কোনও অসুবিধা হচ্ছে না তার।