মেসি

ফের নজির মেসির, বার্সেলোনার হয়ে লিগে ৫০০তম ম্যাচ খেললেন

গত বছরের শেষ ম্যাচে এইবারের বিরুদ্ধে গোড়ালির চোটে খেলতে পারেননি মেসি। ওই ম্যাচে আটকে যায় বার্সাও।

Advertisement

সংবাদ সংস্থা

মাদ্রিদ শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১৬:৫৭
Share:

উয়েস্কার বিরুদ্ধে আক্রমণে মেসি। ছবি টুইটার

লা লিগায় বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলে ফেললেন লিয়োনেল মেসি। রবিবার উয়েস্কার বিরুদ্ধে এই নজির গড়লেন তিনি। ম্যাচে তাঁর পাস থেকেই একমাত্র গোল করেন ফ্রেঙ্কি দে জং।

Advertisement

গত বছরের শেষ ম্যাচে এইবারের বিরুদ্ধে গোড়ালির চোটে খেলতে পারেননি মেসি। ওই ম্যাচে আটকে যায় বার্সাও। কিন্তু এদিন চোট কাটিয়ে ফিরেই পুরনো ঝলক দেখাল মেসির পায়ে।

লা লিগায় বার্সিলোনার হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড জাভি হার্নান্দেজের (৫০৫)। কিছুদিন পরেই সেই সংখ্যাও টপকে যাবেন মেসি। এ ছাড়াও, সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৭৫০তম ম্যাচ খেললেন। এখানে জাভির (৭৬৭) থেকে কিছুটা পিছিয়ে তিনি।

Advertisement

২০০৪-০৫ বার্সেলোনার হয়ে লিগে প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। তারপর টানা ১৭ মরশুম খেলছেন। এর মধ্যে ১০ বার লিগ খেতাব জিতেছেন। লা লিগায় বার্সেলোনার হয়ে ৪৫১ গোল এবং ১৮৫টি অ্যাসিস্ট করেছেন। ৩৬৯টি ম্যাচ জিতেছেন।

আরও খবর: দল লিগ টেবিলের শীর্ষে, তবু প্রথমার্ধ নিয়ে অসন্তুষ্ট হাবাস

আরও খবর: ৭৫৮ গোল, পেলে-কে টপকে রোনাল্ডো এখন দ্বিতীয় স্থানে

এদিন জিতে লা লিগার শীর্ষে চলে গেল আতলেতিকো দে মাদ্রিদ। মার্কোস ইয়োরেন্তে আতলেতিকোকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোল করেন লুই সুয়ারেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন