Advertisement
১৯ এপ্রিল ২০২৪
এটিক মোহনবাগান

দল লিগ টেবিলের শীর্ষে, তবু প্রথমার্ধ নিয়ে অসন্তুষ্ট হাবাস

চলতি লিগে এখনও পর্যন্ত ১০টি গোল করেছে এটিকে মোহনবাগান। এর মধ্যে ৯টি গোল এসেছে দ্বিতীয়ার্ধে।

হাবাসের মত, দর্শকের অভাব দল উজ্জীবিত হতে পারছে না। ছবি টুইটার

হাবাসের মত, দর্শকের অভাব দল উজ্জীবিত হতে পারছে না। ছবি টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১৫:৪৪
Share: Save:

জয় দিয়ে নতুন বছর শুরু করল এটিকে মোহনবাগান। নর্থ-ইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে এই মুহূর্তে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন বাহিনী। যদিও এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরেও সন্তুষ্ট নন আন্তোনিও লোপেজ হাবাস। ম্যাচের শেষে সেকথা প্রকাশ্যে জানিয়ে দিলেন। তাঁর মতে প্রথমার্ধে দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘‘প্রথমার্ধের খেলা মোটেও মনে ধরেনি। আরও আক্রমণ করা উচিত ছিল। তবে দ্বিতীয়ার্ধে ছেলেরা দুরন্ত ফুটবল খেলেছে। সব মিলিয়ে এই পারফরম্যান্স আমাকে স্বস্তি দিচ্ছে।’’ পরিসংখ্যান ঘাঁটলে এটিকে মোহনবাগান নিয়ে অদ্ভুত তথ্য পাওয়া যাচ্ছে। চলতি লিগে এখনও পর্যন্ত ১০টি গোল করেছে এটিকে মোহনবাগান। এর মধ্যে ৯টি গোল এসেছে দ্বিতীয়ার্ধে। কিন্তু কেন এমন ঘটনা বারবার ঘটছে? হাবাসের জবাব, ‘‘গ্যালারি ফাঁকা থাকায় ছেলেরা উজ্জীবিত হতে পারছে না। গ্যালারি ভর্তি থাকলে সমর্থকরা সবসময় উৎসাহিত করে। এতে খেলায় গতি আসে। তবে কোভিডের জন্য দর্শকদের আগমন সম্ভব নয়। আমার ধারণা ফুটবলারদের উৎসাহে ভাঁটা পড়ার এটা অন্যতম কারণ।’’

আরও খবর: ৭৫৮ গোল, পেলে-কে টপকে রোনাল্ডো এখন দ্বিতীয় স্থানে

আরও খবর: লাল-হলুদের প্রথম জয়ে মন জিতে নিল ব্রাইট


রবিবার ফতোরদা স্টেডিয়ামে দুই দলই একে অপরকে মেপে খেলতে শুরু করে। তবে ৫১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ফিজি জাতীয় দলের তারকা রয় কৃষ্ণ। ৫৮ মিনিটে ভিপি সুহেরের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় হাবাসের দল। দেখতে দেখতে চলতি আইএসএলে তাঁর ষষ্ঠ গোলটি করে ফেললেন। যদিও ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বরং দলকেই এগিয়ে রাখলেন এই স্ট্রাইকার। বলছিলেন, ‘‘আমার কাজ গোল করা। সেটা করেছি। কিন্তু আমাদের ডিফেন্সের প্রশংসাও করতে হবে। আমাদের ডিফেন্স প্রতি ম্যাচে নিজেদের ছাপিয়ে যাচ্ছে। তাই আমরা এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে।’’

বিশাল কিছু পট পরিবর্তন না হলে প্লে-অফে যাচ্ছে এটিকে মোহনবাগান। কিন্তু নক-আউট পর্বে যাওয়ার আগে হাবাসের কাছে সবচেয়ে বড় বাধা হল মুম্বই সিটি এফসি। এই মুহুর্তে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে হাবাসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আর এক ধুরন্ধর স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। ম্যাচটা যে কঠিন ও উত্তেজক হতে চলেছে সেটা কার্যত স্বীকার করে নিলেন রয়। মাঠ ছাড়ার আগে বলে গেলেন, ‘‘নিঃসন্দেহে ম্যাচটা কঠিন হবে। মুম্বই অত্যন্ত শক্তিশালী দল। তবে আমরাও তৈরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE