Tollywood New Movie

যৌন হেনস্থার পর নির্যাতিতার কী ভবিষ্যৎ? বাস্তবের গল্প বলতে আসছেন নতুন পরিচালক সৌরভ

সৌরভ রাজ। টলিপাড়ার নতুন পরিচালক। তাঁর নতুন ছবির নাম ‘ভিকটিম’। কোন প্রেক্ষাপটে গল্প বুনেছেন পরিচালক?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৪
Share:

বাস্তবের গল্প বলতে আসছেন নতুন পরিচালক সৌরভ রাজ। নিজস্ব চিত্র।

‘দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’র রিপোর্ট অনুযায়ী প্রতি ১৬ মিনিটে দেশে অন্তত একজন মেয়ে ধর্ষিতা হন। প্রতি ছ’মিনিটে একটি মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়। জীবনের এমন এক তিক্ত অভিজ্ঞতার পর সেই মেয়েটি আবারও কি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন? সংসার সাজাতে পারেন মনের মতো করে? উত্তর পাওয়া খুব কঠিন। এমনই এক প্রেক্ষাপটে নিজের প্রথম ছবির গল্প বুনেছেন পরিচালক সৌরভ রাজ। ছবির নাম ‘ভিকটিম।’

Advertisement

ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, লাবণী সরকার, তুলিকা বসুর মতো বেশ কিছু দক্ষ অভিনেতা। তবে এই ছবিতে দর্শক দেখবেন বেশ কিছু নতুন মুখ। যেমন কুন্তল ঘোষ। যাঁকে দর্শক দেখেছিলেন অনীক দত্ত পরিচালিত ছবি ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায়ের সহকারীর চরিত্রে।এ ছাড়াও রয়েছেন নবাগতা শ্রীরূপা চট্টোপাধ্যায়।

পরিচালক সৌরভের কথায়, “এটিই আমার প্রথম পরিচালনা। খুবই ভাল লাগছে এই ভাবে যুক্ত হতে পেরে। বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেক অংশেই মিল রয়েছে এই ছবির। লাবণীদি, রজতাভদা, তুলিকাদির মতো অভিনেতাদের পরিচালনা করতে পেরে খুবই খুশি। ওঁদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখতে পেরেছি। যা ভবিষ্যতে আমার জীবনে কাজে লাগবে।”

Advertisement

ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই ছবির। শহরের বিভিন্ন অঞ্চল জুড়ে হবে ‘ভিকটিম’-এর শুটিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement