লেডি গাগার সংগ্রাম

এক টুইটে গাগা জানান, অনেক দিন ধরে তিনি ভুগছিলেন ফাইব্রোমায়ালজিয়ায়। এটা এমন এক অসুখ, যাতে সারা শরীরে ব্যথা হয়।

Advertisement
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৪০
Share:

লেডি গাগা

ক’দিন আগে জানিয়েছিলেন গানবাজনা থেকে একটু বিরতি চান তিনি। ‘‘এত ধকল আর নিতে পারছি না,’’ টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালের সাংবাদিক সম্মেলনে বলেছিলেন পপস্টার লেডি গাগা। অনেকেই তখন কারণটা বুঝতে পারেননি। এত দিনে স্পষ্ট হল বিশ্রাম চাওয়ার আসল কারণটা। এক টুইটে গাগা জানান, অনেক দিন ধরে তিনি ভুগছিলেন ফাইব্রোমায়ালজিয়ায়। এটা এমন এক অসুখ, যাতে সারা শরীরে ব্যথা হয়। কিন্তু এর কোনও প্রতিকার নেই। চার বছর আগে এক সাক্ষাৎকারে ব্যথার কথা উল্লেখ করলেও, এ অসুখের কথা আগে স্বীকার করেননি। এই প্রথম জানালেন। নেটফ্লিক্সে সামনের সপ্তাহে মুক্তি পেতে চলা ‘গাগা: ফাইভ ফুট টু’ তথ্যচিত্রে ফাইব্রোমায়ালজিয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। অজানা এই অসুখ নিয়ে সচেতনতা বাড়ানোও তথ্যচিত্রের অন্যতম উদ্দেশ্য, সেটাও ব্যক্ত করেন। গাগার টুইটে অবশ্য শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ফাইব্রোমায়ালজিয়া নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন টুইটারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement