Entertainment News

জন্মদিনে কী কী গিফট পেলেন লগ্নজিতা?

জন্মদিনে শ্বশুরবাড়িতে লাঞ্চ এবং বাবা-মায়ের সঙ্গে ডিনারের প্ল্যান করেছেন লগ্নজিতা। দুই বাড়িতেই তাঁর পছন্দের মেনু হয়েছে আজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ১৫:৩৬
Share:

লগ্নজিতা চক্রবর্তী। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

জন্মদিন সকলের কাছেই স্পেশ্যাল। ব্যতিক্রম নন গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও। আজ তিনি বার্থ ডে গার্ল।

Advertisement

সেলিব্রেশনের প্ল্যান কী? জানতে চাইলে লগ্নজিতা বললেন, “আমি কিছুক্ষণ আগেই এক বন্ধুকে বলছিলাম, ছোটবেলায় জন্মদিন মানেই ছিল প্রচুর বাইরের লোকের সঙ্গে দেখা, খাওয়াদাওয়া। আর এখন সেটা ঠিক উল্টো। সারা বছর এটাই করতে থাকি। ফলে জন্মদিন মানে বাড়ির লোকের সঙ্গে সময় কাটানো।”

জন্মদিনে শ্বশুরবাড়িতে লাঞ্চ এবং বাবা-মায়ের সঙ্গে ডিনারের প্ল্যান করেছেন লগ্নজিতা। দুই বাড়িতেই তাঁর পছন্দের মেনু হয়েছে আজ। শ্বশুর-শাশুড়ির কাছ থেকে জামা এবং নেকপিস উপহার পেয়েছেন। বাবা-মা দিয়েছেন সাইকেল। আর বর সাত্যকি বিবাহবার্ষিকী এবং জন্মদিন মিলিয়ে দিয়েছেন ঘড়ি।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

কর্মসূত্রে সাত্যকি মুম্বইতে। জন্মদিনে লগ্নজিতা কলকাতায়। স্পেশ্যাল দিনে খারাপ লাগছে? ‘‘এ ভাবেই আমাদের ১১ বছর হয়ে গেল তো। সাত্যকি থাকলে ডেফিনেটলি ভাল লাগত’’ শেয়ার করলেন বার্থ ডে গার্ল।

আরও পড়ুন, রাজের ছবি দিয়েই কামব্যাক শুভশ্রীর

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement