Entertainment News

আমার লক্ষ্মীকে এ বার ‘পদ্মাবত’-এর স্টাইলে সাজিয়েছি, বললেন অপরাজিতা

লক্ষ্মী পুজো আপরাজিতা আঢ্যর কাছে একটা সেলিব্রেশন। প্রতি বছর বাড়ির লক্ষ্মীকে নিজের হাতে সাজান তিনি। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৯:২৮
Share:

অপরাজিতা আঢ্য।

লক্ষ্মী পুজো আপরাজিতা আঢ্যর কাছে একটা সেলিব্রেশন। প্রতি বছর বাড়ির লক্ষ্মীকে নিজের হাতে সাজান তিনি। এ বারও তার ব্যতিক্রম হয়নি।

Advertisement

আপরাজিতার লক্ষ্মীর একটি বিশেষত্ব রয়েছে। কোনও বছর তিনি শাড়ি পরেন, কোনও বছর বা ঘাঘরা। এ বার কী ভাবে সাজালেন? প্রশ্ন শুনে হেসে অপরাজিতা বললেন, ‘‘এ বার পদ্মাবত-এর স্টাইলে সাজিয়েছি। রাজস্থানের মেয়েরা যে রকম পোশাক পরেন সে রকম…।’’

‘পদ্মাবত’ অর্থাৎ দীপিকা পাড়ুকোনের ছবি। কিছু দিন আগেই নিজের বিয়ের ডেটও অ্যানাউন্স করেছেন দীপিকা। তা হলে তো এ বার মা লক্ষ্মী হিট? অভিনেত্রীর উত্তর, ‘‘মা লক্ষ্মী হিট। আমাদের মা লক্ষ্মী দীপিকার আগে থেকেই হিট।’’

Advertisement

নিজের হাতে ভোগ রান্না করেন অপরাজিতা। নিমন্ত্রিত হয়ে আসেন আত্মীয়, বন্ধুরা। সেই ব্যস্ততার মধ্যেও আনন্দবাজার ডিজিটালের সঙ্গে আড্ডা দিলেন তিনি।

আরও পড়ুন: লক্ষ্মী পুজোয় কেমন সাজলেন টলি নায়িকারা

আরও পড়ুন: ভোগ রান্না করছেন, অর্পিতাকে এই লুকে কখনও দেখেছেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement