লাল শাড়ি, টেনে বাঁধা খোঁপা। লাল টিপ। শাঁখা, পলা, সোনার গয়নায় একেবারে বাঙালি সাজ। তিনি অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। লক্ষ্মীপুজোর সকালে নায়িকাকে দেখা গেল এই রূপেই।
তখন অর্পিতা ভোগ রান্নায় ব্যস্ত। রান্নাঘরে বড় কড়াইতে তরকারি ফুটছে। আর খুন্তি হাতে রান্না করছেন অর্পিতা। একেবারে ঘরোয়া লুকে ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন অর্পিতা। সেখানে তিনি বলেন, ‘‘শুভ লক্ষ্মী পুজো। আমি এখন ভোগ রান্না করছি। এটা এমন একটা পুজো প্রায় সকলের বাড়িতেই হয়, আমি শিওর তোমাদের বাড়িতেও পুজো হচ্ছে। সকলের সঙ্গে মজা করে, ভোগ খেয়ে পুজো কাটাও।’’