বছরশেষের ভাষণে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নতুন দাবি করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। দিলেন পরিসংখ্যানও। দাবি, সিঁদুর অভিযানের সময় টানা ৩৬ ঘণ্টা ধরে ৮০টি ড্রোন হামলা করেছিল ভারতীয় সেনাবাহিনী। তার অধিকাংশই পাকিস্তান আটকে দেয়। এ ছাড়া, চার দিনের সংঘাতের পর কী ভাবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিল, তা নিয়েও মন্তব্য করেছেন দার।
পাক বিদেশমন্ত্রীর দাবি, ভারতের ৮০টি ড্রোনের মধ্যে ৭৯টিই আটকে দিয়েছিল পাকিস্তানি সেনা। তাঁর কথায়, ‘‘ভারত থেকে ৩৬ ঘণ্টায় মোট ৮০টি ড্রোন পাঠানো হয়েছিল। আমরা তার মধ্যে ৭৯টিই আটকে দিয়েছি। কিন্তু তার পর ওরা নুর খান বিমানঘাঁটিতে হামলা করে ভুল করে ফেলে। আমরাও প্রত্যাঘাত করি।’’
আরও পড়ুন:
কী ভাবে হয় যুদ্ধবিরতি? আমেরিকার প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার দাবি করেছেন যে, তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। কিন্তু ভারত সেই দাবি মানেনি। দুই দেশের মধ্যে সামরিক স্তরে দ্বিপাক্ষিক আলোচনায় যুদ্ধবিরতি চূড়ান্ত হয় বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে আমেরিকার মধ্যস্থতার কথা বলেছে পাকিস্তানও। মন্ত্রীর দাবি, আমেরিকা এবং সৌদি আরব যুদ্ধবিরতি নিয়ে তাঁদের সঙ্গে কথা বলে। ভারত রাজি হয়েছে বলে জানায়। তখন ইসলামাবাদও রাজি হয়।
বছরশেষের বিবৃতিতে দার দাবি করেছেন, গত ১০ মে সকাল ৮টা ১৭ মিনিটে তাঁকে ফোন করেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। জানান, ভারত সংঘর্ষবিরতির জন্য প্রস্তুত। দার জানিয়ে দেন, তাঁরাও প্রস্তুত। কারণ তাঁরা কখনও যুদ্ধ চাননি। এর পর পাক বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন সৌদির বিদেশমন্ত্রী। সংঘর্ষবিরতি নিয়ে ভারতের সঙ্গে কথা বলার জন্য তিনি পাক মন্ত্রীর অনুমতি চেয়েছিলেন বলে দাবি করেছেন দার। আকাশপথে হামলা চলাকালীন ভারতের সাতটি যুদ্ধবিমান পাকিস্তানি বাহিনী ধ্বংস করেছে বলে দাবি করেন বিদেশমন্ত্রী। তবে এর কোনও প্রমাণ দেখাতে পারেননি।