Zubeen Garg demise

মৃত্যুর আগে শেষ ভিডিয়ো চোখে জল আনছে অনুরাগীদের! কী বার্তা দিয়েছিলেন জ়ুবিন গার্গ?

পরনে কালো রঙের টি-শার্ট ও প্যান্ট। গলায় নজরকাড়া হার। হাতে উল্কি। এই বেশেই সেই ভিডিয়োতে দেখা যায় জ়ুবিনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬
Share:

বিশেষ বার্তা দিয়েছিলেন জ়ুবিন। ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যুতে শোকাহত সঙ্গীতমহল। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। সেখানেই ছিল তাঁর গানের অনুষ্ঠান। এক দিন আগেই সেই অনুষ্ঠান সম্পর্কে কথা বলেছিলেন জ়ুবিন। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়ে প়ড়ল সেই ভিডিয়ো।

Advertisement

পরনে কালো রঙের টি-শার্ট ও প্যান্ট। গলায় নজরকাড়া হার। হাতে উল্কি। এই বেশেই ভিডিয়োয় দেখা যায় জ়ুবিনকে। সঙ্গীতশিল্পী সেই ভিডিয়োতে তাঁর অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ২০ ও ২১ সেপ্টেম্বর এই ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানে হিন্দি, বাংলা ও ইংরেজি গান গাইবেন বলে জানিয়েছিলেন তিনি। অনুরাগীদের উদ্দেশে জ়ুবিন আশ্বাস দিয়েছিলেন, দুই দিন ধরে চলা এই অনুষ্ঠানে তিনি থাকবেন। উত্তরপূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

শুক্রবার স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন জ়ুবিন গার্গ। স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউ-তে ভর্তি করা হলে দুপুর আড়াইটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে। শোকপ্রকাশ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, “অসমের বড় ক্ষতি। ভাষায় প্রকাশ করতে পারব না জ়ুবিন আমাদের কাছে কী ছিল। যে শূন্যস্থান রেখে গেল তা পূরণ করা অসম্ভব।”

Advertisement

‘ইয়া আলি’, ‘দিল তু হি বতা’, ‘পিয়া রে পিয়া রে’, ‘মন মানে না’-র মতো অসংখ্য সফল গান রয়েছে জ়ুবিনের তালিকায়। শুধু অসমই নয়, বাংলা ও বলিউডও তাই শোকাচ্ছন্ন শিল্পীর মৃত্যুতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement