Khorkuto

ভাঙের শরবত খেয়ে ‘হোলি হ্যায়’ উল্লাস গুনগুনের, মিঠাইয়ের নাচে-গানে বুঁদ ‘উচ্ছেবাবু’

পর্বের পর পর্ব জুড়ে টানাপড়েন সরিয়ে দোলের উল্লাসে মাতোয়ারা ছোট পর্দার সমস্ত বাংলা ধারাবাহিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ০৯:২৬
Share:

গুনগুন এবং মিঠাইয়ের দোল উৎসব

২৮ মার্চ সকাল থেকে সন্ধে ছোট পর্দার দখলে। কেন? পর্বের পর পর্ব জুড়ে টানাপড়েন সরিয়ে দোলের উল্লাসে মাতোয়ারা ছোট পর্দার সমস্ত বাংলা ধারাবাহিক। পুটুপিসির রিসেপশনে ব্যান্ড বাজানোর পর ভাঙের সরবৎ খেয়ে বেসামাল গুনগুন। সেই অবস্থাতেই বেরিয়ে পড়েছে দোলের নিমন্ত্রণ সারতে। অন্য দিকে, তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে গঙ্গারাম-টায়রার রংমিলন্তিতে হঠাৎ বড় বাধা। ‘উচ্ছেবাবু’ যদিও সব ভুলে মিঠাইয়ের নাচগানেই মুগ্ধ। ‘খড়কুটো’, ‘মোহর’, ‘শ্রীময়ী’, ‘গঙ্গারাম’ হয়ে ‘মিঠাই’, ‘রিমলি’, ‘রান্নাঘর’, ‘রান্নাবান্না’য় কী ভাবে উদযাপিত হবে রঙের উৎসব? জানাচ্ছে আনন্দবাজার ডিজিটাল।

Advertisement

হোলি হ্যায়: সৌজন্য-গুনগুন দারুণ ব্যস্ত। মুখোপাধ্যায় বাড়িতে দোল উদযাপন। থিম সঞ্জয় লীলা ভন্সালীর ‘হাম দিল দে চুকে সনম’। গুজরাতি সাজে রঙিন পটকা, ভজনবাবু, বড়মা, সৌজন্য, গুনগুন-- প্রত্যেকেই। হারমোনিয়াম বাজিয়ে নাচা-গানা পুরোদমে। নিমন্ত্রণ পেয়ে এসেছে রোহিত-শ্রীময়ী, ‘মোহদীপ’, টিম ‘দেশের মাটি’। আরেক জোটে দোল উৎসবে মেতেছে আর্য-চারু, আবির-নিরুপমা। আলাদা করে হুল্লোড় ‘ডান্স ডান্স জুনিয়র ২’-এর সেটেও। মিঠুন চক্রবর্তী, মনামী ঘোষ, দেবের বিশেষ অতিথি দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকছে প্রতিযোগীদের নাচ।

রং মেখেছে মোহর এবং শঙ্খ

রান্নায়, সুরে বসন্ত উৎসব: গান-বাজনার পাশাপাশি পেটপুজো না হলে উৎসব জমে? ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এর সমস্ত প্রতিযোগীদের নিয়ে বিচারক শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, মিকা সিং, আকৃতি কক্করের গান ২৭, ২৮ মার্চ কান ভরাবে দর্শক-শ্রোতাদের। পেট ভরাতে থাকবে ‘রান্নাঘর’-এ তারকাদের স্পেশ্যাল আয়োজন। পোলাও, চিংড়ির মালাইকারির রেসিপি দর্শকদের উপহার দিয়েছেন গীতশ্রী রায়, ঊষসী রায়, শ্রীপর্ণা রায়, মেখলা, অঙ্কিতা ভট্টাচার্য। নিজেরা মশলা বেটে, খুন্তি নেড়ে রেঁধেওছেন।

Advertisement

রং মেখেছেন টেলি নায়িকারা

মিঠাইয়ে মুগ্ধ উচ্ছেবাবু: মোদক বাড়ির সবাই বাগানবাড়িতে। দোল উৎসব উদযাপন করতে। ‘বিসনেস’-এর (মিঠাইয়ের উচ্চারণে) কী হবে? সে ভাবনা কারওর মাথায় নেই। এমনকি সিদ্ধার্থও ভুলেছে সে সব। বাকিরা নাচ-গানে মত্ত। সকাল থেকে ‘ওরে গৃহবাসী’ গানের ছন্দে রং খেলেছেন দাদু থেকে মিঠাই। সিড দূর থেকে দেখেছে সব। আজ তার মনেও দোলের আবেশ। চোখে রঙের নেশা। তাই মিঠাইয়ের নাচে-গানে বুঁদ সে। আস্তে আস্তে দর্শকদের মতোই মিঠাইয়ের প্রেমে কি মজবে সিদ্ধার্থও? উত্তর লুকিয়ে বিশেষ পর্বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন