বিজেপির হয়ে যাদবপুরে মিমির বিপরীতে কি শ্রাবন্তী?

মিমি এবং নুসরত জাহানের মতো শ্রাবন্তীও তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলেই পরিচিত।

Advertisement
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০০:৩৬
Share:

শ্রাবন্তী

তাঁর দুই সহ-অভিনেত্রী লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। এ বার কি শ্রাবন্তীকেও দেখা যাবে রাজনীতির ময়দানে? অভিনেত্রী বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন এবং তিনি যাদবপুরে মিমি চক্রবর্তীর বিপরীতে দাঁড়াচ্ছেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শ্রাবন্তী সব জল্পনা উড়িয়ে দিয়ে জানালেন, তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। ‘‘কোথা থেকে এই সব রটছে, আমি জানি না। আমার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই,’’ স্পষ্ট বার্তা অভিনেত্রীর।

Advertisement

মিমি এবং নুসরত জাহানের মতো শ্রাবন্তীও তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলেই পরিচিত। মুখ্যমন্ত্রীর অনেক অনুষ্ঠানেই তাঁকে দেখা যায়। সেই পরিস্থিতিতে তাঁর বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়ানো নিয়ে গুঞ্জন শুরু হওয়ায় অনেকেই অবাক হন। এ-ও শোনা যাচ্ছিল, বিজেপির তরফ থেকে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তার জবাবে শ্রাবন্তী কিছু বলতে চাননি। গোটা বিষয়টি নিয়ে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেন। সেখানে বলেন, ‘আমার কাজ জনতাকে বিনোদন দেওয়া। আমি সেটাই করতে চাই।’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement